রাস্তা খারাপ, আপাতত বন্ধ হল পর্যটকদের শিলিগুড়ি থেকে কার্শিয়াং যাত্রা
শিলিগুড়ি : কার্শিয়াং এর রাস্তায় নেমেছে সামান্য ধস। তাই ঝুঁকি নিতে নারাজ পর্যটন দপ্তর। রাস্তা ঠিক না হওয়া পর্যন্ত শিলিগুড়ি থেকে কাশিয়ারং যাতায়াত আপাতত বন্ধ করা হল । সম্প্রতি সিকিমে ঘটে যাওয়া দুর্ঘটনা নিয়েও প্রচন্ড সমস্যায় এবং চিন্তিত পর্যটন দপ্তরও । পাহাড়ের কোন জায়গায়, যদি পাথর গড়িয়ে পড়ে পথে নামে তার জন্য যাতায়াত বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা কাশিয়াং এ আছেন তাদের যদি শিলিগুড়ি আসার তারিখ থাকে, তবে তাদের ঘুরপথে শিলিগুড়ি নিয়ে আসা হবে। কারণ বিগত কয়েকদিন ধরে ধস এবং অন্যান্য সমস্যা নিয়ে প্রচন্ড বিব্রত পর্যটন দপ্তর। বারবার একই ঘটনা ঘটে যাওয়ায়, চাপে পড়ে যাচ্ছে তারা। ঢালাও পর্যটক ঢুকছে পাহাড়ে, এবং তাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা কিভাবে দেওয়া যাবে আপাতত এটা নিয়েই পর্যটন দপ্তরের ভাবনা বেড়েছে । রংপোতে গাড়ি উল্টিয়ে যারা যারা নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের জন্য আলাদা করে চিন্তা-ভাবনা করতে চাইছে পর্যটন দপ্তর।
তবে এক কর্তা জানিয়েছেন এটার জন্য কাউকে দায়ী করা যায় না, রাস্তা ঠিক করা হলেও যেকোনো সময় যে কোন ঘটনা ঘটে যেতে পারে। তাই আমাদের আগের থেকেই তৈরি হতে হবে। এবার পর্যটনের জোয়ার এসেছে পাহাড়ে, তাই আমরা চেষ্টা করছি যাতে পর্যটকদের শারীরিক দিকটা র দিকেও নজর রাখা যায়। তাই আপাতত এদিন বন্ধ রাখা হয় শিলিগুড়ি থেকে কার্শিয়াং গামী সড়ক পথ
x