বক্সারের সব হোটেল, রিসর্ট বন্ধের নির্দেশ রাজ্য বনদপ্তরের তরফে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : পর্যটনের ভরা মরশুমে বক্সা ব্যাঘ্র প্রকল্প এলাকার হোটেল, লজ, রিসর্ট, হোম স্টে নালিকদের মাথায় আকাশ ভেঙে পড়ার খবর। বক্সার কোর ও বাফার এলাকায় থাকা সব হোটেল, রিসর্ট, হোম স্টে বন্ধের নির্দেশ। রীতিমতো নির্দেশিকা জারি করা হয়েছে বনদপ্তরের তরফে। গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ মাথায় রেখে এই নির্দেশিকা জারি করেছে রাজ্য বন দপ্তর। বক্সা ব্যাঘ্র প্রকল্পের কোর ও বাফার এলাকায় থাকা রিসর্ট, হোটেল ও বিভিন্ন লজ বন্ধের নোটিশ জারি করে দিয়েছে রাজ্য বনদপ্তর। স্বাভাবিকভাবেই পর্যটনের ভরা মরশুমে ডুয়ার্সের এই এলাকার ব্যবসায়ীরা তুমুল ক্ষতির আশঙ্কা করছেন। বছর আড়াই আগে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল উত্তরবঙ্গের এই এলাকায় হোটেল, রিসর্ট, লজ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয়। তবে গ্রিন ট্রাইব্যুনালে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন হোটেল, লজ ব্যবসায়ীরা।

প্রাথমিকভাবে গ্রিন ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞার উপর হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থগিতাদেশ দেয়। চলতি মাসের ৪ তারিখ ওই মামলার শুনানি ছিল। সেই শুনানিতে স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করেনি সার্কিট বেঞ্চ। এই আবহে এবার বক্সার কোর ও বাফার এলাকায় থাকা সমস্ত হোটেল, লজ, রিসর্ট অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছে বনদপ্তর। স্বাভাবিকভাবেই এখন পর্যটনের ভরা মরশুম। আগে থেকে বক্সার বিভিন্ন রিসর্ট, লজ, হোটেলে বুকিং করে রেখেছিলেন পর্যটকরা। সেই বুকিং একে একে বাতিল হওয়া শুরু হয়েছে। তবে এলাকার ব্যবসায়ীরা বনদপ্তরের এই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে আবারও আদালতের দ্বারস্থ হওয়ার কথা ভাবছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *