নিজের উদ্যোগে শুরু করলেন ট্রেনিং সেন্টার, পথ চলা শুরু হল মান্তু ঘোষের নিজস্ব একাডেমির
শিলিগুড়ি : ইচ্ছে ছিল অনেকদিন ধরেই, নিজস্ব অ্যাকাডেমী তৈরি করার , এবারে তা পথ চলা শুরু করল, যাত্রা শুরু হলো মান্তু ঘোষের টেবিল টেনিস একাডেমীর। স্বামী সুব্রত রায়ের সাথে যৌথ উদ্যোগে মান্তু ঘোষের পরিচালনায় এবার থেকে চলবে এই একাডেমি। তিনি জানান আমার ইচ্ছে এবার বাস্তবে রূপান্তরিত হতে চলেছে, আমার অনেক দিনের আশা পূর্ণ হল এবার। আমাদের দুজনেরই ইচ্ছা ছিল শিলিগুড়ি থেকে প্রতিভা তুলে আনবার জন্য। আশা করি শিলিগুড়ির মুখ উজ্জ্বল করতে পারব। আপাতত ৩০০ থেকে ৩৫০ শিক্ষার্থী থাকবেন। দেখি কি করা যায়, জানালেন মান্তু ঘোষ নিজেই। এদিন থেকেই শুরু হয়ে গেল মান্তু ঘোষের কোচিং সেন্টার এর যাত্রা।
এদিকে জাতীয় চ্যাম্পিয়ন মান্তু ঘোষের একাডেমি কেমন চলে সেটা দেখতে উপস্থিত ছিলেন বহু মানুষ। তবে মান্ত ঘোষ আশাবাদী তিনি সফল হবেন। তিনিএও জানিয়েছেন, আমি নিজে উদ্যোগ নিয়েছি, মানুষের আগ্রহ দেখেই আমি এগিয়েছি, আর আমার বিশ্বাস আমি সফল হবই। এই একাডেমি ভবিষ্যতে শিলিগুড়ির মুখ উজ্জ্বল করবে বলেও এদিন জানান তিনি।