আদায় করতে হবে পুরকর, পুরসভার কর্মীদের নির্দেশ জলপাইগুড়ি পুরসভার
জলপাইগুড়ি : আদায় করতে হবে কর, এই নির্দেশে দিল জলপাইগুড়ি পুরসভা। কর্মীদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, কর বাকি থাকলেই সে যদি বৃত্তশালী হন কর আদায় করতে হবে। বহু মানুষই জলপাইগুড়িতে বাড়ি করে বাইরে বসবাস করছেন, তাদের ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে নির্দেশিকা জারি করছে পুরসভা, পুরসভা দাবি করছে আদায় করা কর কাজে ব্যবহার হবে। যেভাবেই হোক কর যাতে সঠিকভাবে দেওয়া-নেওয়া করা যায় সেটার নির্দেশ দিয়েছে পুরসভা। আপাতত সময় নিয়ে কাজ করতে চায় পুরসভা। এদিকে জলপাইগুড়ি পুরসভারও একটা সুনাম আছে। তবে কর আদায়ের ক্ষেত্রে এবার তারা তড়িঘড়ি করতে চাইছে না।