উড়িয়ে দেবে সামনে আসলেই , প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে কলকাতার রাস্তায় দেখা মিললো ‘অদ্ভুত দর্শন’ এই কুকুরের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অনুপ্রবেশ ইস্যুতে আগেই সতর্ক বিএসএফ। কড়া এমনকি রাজ্য পুলিশও। এই আবহে এবার কলকাতার রাস্তায় হাঁটতে দেখা গেল অদ্ভুত দর্শন এই কুকুরকে। সামনে এলেই কিন্তু উড়িয়ে দেবে এটি। জানেন এই কুকুর সম্বন্ধে? আগামিকাল প্রজাতন্ত্র দিবস। রেড রোডে চলছে তার প্রস্তুতি। আর সেই উপলক্ষে ‘রোবট সারমেয়’ নামিয়ে গোটা দুনিয়াকে বিস্ময়ে ফেলে দিয়েছে ভারতের স্থলবাহিনি। এইবার প্রথম রেড রোডের কুচকাওয়াজে হাঁটতে চলেছে এই ‘রোবট কুকুর’।

রেড রোডে মহড়ায় নামলো সেনা : সেনাবাহিনীর ব্যবহার করা এই রোবট কুকুরের পোশাকি নাম হল ‘মাল্টি ইউটিলিটি লেগ্ড ইকুইপমেন্ট’ সংক্ষেপে যাকে বলে (মিউল)। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে এগুলি। রিমোট কন্ট্রোলের মাধ্যেমে এগুলি নিয়ন্ত্রিত হয়। এরা আবার নিজের সিদ্ধান্তেও কাজ করতে পারে। ছুটতে সক্ষম এরা। মূলত, বোমা নিষ্ক্রিয়, বিভিন্ন তথ্য সংগ্রহ করতে এই মিউলগুলি ব্যবহার করে ফৌজ।শুক্রবার সকাল থেকেই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রেড রোডে মহড়া তুঙ্গে। মহড়া চলাকালীন বন্ধ একাধিক রাস্তা। বন্ধ রাখা রয়েছে পূর্ব ও পশ্চিম হসপিটাল রোড, কুইন্স লেন, খিদিরপুর রোড ও রানি রাসমণি রোডের একাংশ। সেনাবাহিনীর জওয়ানরা কুচকাওয়াজে অংশ নেওয়ার পাশাপাশি রোবোটিক ট্রেনিংও চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *