ভারতের এক বিরাট কূটনৈতিক জয়, আমেরিকা দিল্লির হাতে তুলে দিল ২৬/১১ মুম্বই হামলার অন্যতম মূল চক্রী পাকিস্তানের এই বড় জঙ্গিনেতাকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মসনদে দ্বিতীয়বার বসার পরই বড় কূটনৈতিক জয় হল ভারতের। ২৬/১১ মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর রানাকে ভারতের হাতে প্রত্যর্পণের সিদ্ধান্তে সিলমোহর দিল মার্কিন সুপ্রিম কোর্ট। ভারত-মার্কিন বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এই পদক্ষেপ করা হয়েছে বলে জানা যাচ্ছে। পাকিস্তানি নাগরিক তাহাউর রানা বিদেশে বসবাস করেন। তাঁকে এবার ভারতের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের এটা ভারতের অন্যতম বড় জয় বলে মনে করছে কূটনৈতিক মহল।

২০০৮ সালে মুম্বইয়ের তাজ হোটেলে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় মৃত্যু হয় বহু মানুষের। তাতেই অভিযুক্ত হিসেবে রানার নাম উঠে আসে। ভারতে প্রত্যর্পণ ঠেকাতে দীর্ঘদিন ধরে আইনি লড়াই লড়ছিলেন তিনি। তবে এটাই ছিল তাঁর শেষ আইনি সুযোগ। রানার রিভিউ পিটিশন খারিজ করে দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। উল্লেখ্য এর আগে একাধিক ফেডারাল কোর্টে আইনি লড়াইতে হেরে গিয়েছিলেন রানা। গত বছরের ১৩ নভেম্বর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার ঠিক পরের দিন অর্থাৎ ২১ জানুয়ারি রানার সেই আর্জি খারিজ হয়ে যায়। উল্লেখ্য ,৬৪ বছর বয়সী রানা বর্তমানে লস অ্য়াঞ্জেলসে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রয়েছেন। জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের কাছে রানার আবেদন খারিজ করে দেওয়ার আর্জি জানিয়েছিল মার্কিন সরকারও। মার্কিন সলিসিটর জেনারেল এলিজাবেথ বি প্রিলোগার আগেই জানিয়েছিলেন যে এই মামলায় প্রত্যর্পণ থেকে অব্যাহতি পাবেন না রানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *