মহিলাদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠলো দক্ষিণ দিনাজপুর জেলার এই সরকারি ITI কলেজের শিক্ষকের বিরুদ্ধে
বেস্ট কলকাতা নিউজ : কলেজে নতুন কোনও ছাত্রী ভর্তি হলেই তার মোবাইলে যায় কুরুচিকর মেসেজ। দেওয়া হয় কু-প্রস্তাব! এমনই অভিযোগ উঠল সরকারি আইটিআই কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে। শিক্ষকের ব্যবহারে ছাত্রীরা রীতিমতো বিরক্ত। আটকাতে না পেরে এবার থানার দ্বারস্থ হয়েছে তারা। ওই শিক্ষক যাতে পদত্যাগ করে, সেই দাবি নিয়ে শুক্রবার বিক্ষোভও দেখায় ছাত্র-ছাত্রীরা। কী ধরণের মেসেজ করা হয় তাদের, সেগুলোও প্রকাশ্যে এনেছে ছাত্রীরা।
দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী আইটিআই কলেজের ঘটনা। শুক্রবার সকাল থেকে সেখানে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। স্টাফ রুমে ঢুকে অভিযোগ জানায় তারা। প্রিন্সিপ্যাল যাতে দ্রুত ব্যবস্থা নেয়, সেই আর্জিও জানানো হয়। অভিযুক্ত শিক্ষকের নাম জালালউদ্দিন আহমেদ। ছাত্র ছাত্রীদের দাবি, এই অভিযোগ কলেজের প্রিন্সিপালকে লিখিতভাবে অভিযোগ জানানো হলেও কোনও লাভ হয়নি।
এক ছাত্রীর অভিযোগ, কলেজে কোনও নতুন ছাত্রী ভর্তি হলেই এভাবে বিরক্ত করতে থাকেন। কখন বলেন, ছবি তুলে পাঠাতে। এমন সব আব্দার চলতেই থাকে। পরবর্তীতে ছাত্রছাত্রীরা বংশীহারী থানার দ্বারস্থ হন। বংশীহারী থানায় এই নিয়ে লিখিত অভিযোগ জানিয়েছে ছাত্রীরা। যদিও অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ওই অভিযুক্ত শিক্ষক।একে কলেজের প্রিন্সিপাল সোমনাথ পাত্র জানিয়েছেন,শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে। আপাতত কলেজে আসবেন না তিনি। তবে পড়ুয়াদের দাবি, পদত্যাগ করতে হবে ওই শিক্ষককে।