জেলেই মেরে ফেলা হতে পারে সঞ্জয় রায় কে, সিপিএমের দার্জিলিং জেলা সম্মেলনে আশঙ্কা প্রকাশ করলেন মোহাম্মদ সেলিম
শিলিগুড়ি : সঞ্জয় রায়কে জেলেই মেরে ফেলা হতে পারে, শিলিগুড়িতে সিপিএমের দার্জিলিং জেলা সম্মেলনে এই আশঙ্কা প্রকাশ করলেন মোহাম্মদ সেলিম। এদিন তিনি জানান যেভাবে আরজিকরের ঘটনা এগিয়ে গেল, মানুষ সব বুঝতে পেরে গেছে, কে দোষী আর কে নির্দোষ। সঞ্জয় রায় কে তাড়াতাড়ি করে শাস্তি দিয়ে অন্যদের বাঁচিয়ে তুলল। রাজনীতি কোথায় গেছে? আপনি কিছুই বুঝতে পারবেন না।
![](https://banglarkhabor.in/wp-content/uploads/2025/01/332769987_1629612934167629_1872748458816515128_n-1024x723.jpg)
মোঃ সেলিম এদিন আরো জানান যেভাবে আরজিকরের ঘটনা শেষ দিকে নিয়ে যাওয়া হল, এরপরে আর আইনের উপরে মানুষের কোন ভরসা থাকবে কি করে? এদিন এই রাজ্য সম্মেলনে উপস্থিত ছিলেন, শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার এবং সমন পাঠক ছাড়াও সিপিএমের দার্জিলিং জেলার যুব পুরুষ এবং মহিলা কর্মীরা। এদিন মোহাম্মদ সেলিম কে আদিবাসীদের সাথে নাচতেও দেখা যায়। এই সম্মেলনে আগামী দিনে সিপিএমের পরবর্তী সংগঠনের দিকেও নজর রাখতে হবে বলে জানান মোহাম্মদ সেলিম।