অবশেষে ভারত নিষেধাজ্ঞা তুলে নিল ৩৬টি চীনা অ্যাপের উপর থেকে, দেখে নিন তালিকা
বেস্ট কলকাতা নিউজ : ২০২০ সালে আড়াইশোর বেশি চীনা অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করেছিল ভারত সরকার। গালওয়ান উপত্যকায় দুই দেশের সংঘর্ষের পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও ডেটা গোপন রাখার উদ্দেশে ২৬৭ টি চীনা অ্যাপকে নিষিদ্ধ করেছিল কেন্দ্রীয় সরকার। অভিযোগ উঠেছিল এই চীনা অ্যাপগুলির মাধ্যমে ভারত বিরোধী প্রচার, এমনকী হুমকিও দেওয়া হচ্ছে। কিন্তু পাঁচ বছর পর ৩৬টি চীনা অ্যাপের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত সরকার।
![](https://banglarkhabor.in/wp-content/uploads/2025/01/332769987_1629612934167629_1872748458816515128_n-1024x723.jpg)
যে অ্যাপগুলির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য জেন্ডার, ম্যাঙ্গো টিভি, ইয়ুকু, টাওবাও, টানটান এর মতো ডেটিং অ্যাপ রয়েছে। জানা গেছে, যে অ্যাপগুলির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে সেগুলি সফলভাবে রিব্রান্ডিং করতে সমর্থ হয়েছে বলে। আরো জানা গেছে, ৩৬টি অ্যাপ ফের গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। তবে মজার বিষয় হল, যে ৩৬টি অ্যাপ আবার দেখা গেছে, তার মধ্যে মাত্র ১৩টি চীনা কোম্পানির। বাকিগুলো ভারত, সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, সেশেলস, জাপান এবং বাংলাদেশের মতো দেশ থেকে এসেছে।