এবার ব্ল্যাক ফাংগাসকে মহামারি ঘোষণা করা হল উত্তরপ্রদেশেও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বিগত কিছুদিন ধরে নিম্নমুখী করোনা সংক্রমণের গ্রাফ৷ কিন্তু এরই মধ্যে মাথাচাড়া দিয়ে উঠছে ব্ল্যাক ফাংগাস৷ ইতিমধ্যেই ব্ল্যাক ফাংগাসকে মহামারি ঘোষণা করে দিয়েছে তামিলনাড়ু, ওড়িশা, গুজরাতের মতো রাজ্য গুলি ৷ এবার সেই একই পথেই হাঁটল উত্তরপ্রদেশও৷ ব্ল্যাক ফাংগাসকে মহামারি ঘোষণা করল যোগী আদিত্য়নাথের সরকার ৷ এই বিষয়ে খুব দ্রুত নির্দেশিকা জারি করা হবে। উত্তরপ্রদেশে ব্ল্যাক ফাংগাসের সংক্রমণ ধরা পড়েছে বেশ কয়েকজনের শরীরে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ এই নির্দেশ দিয়েছেন শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে।

সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল জানিয়েছিলেন, ” একটা নয়া চ্যালেঞ্জ হিসেবে সামনে এসে দাঁড়িয়েছে ৷ একটা ফাংগাল ইনফেকশন (ছত্রাক সংক্রমণ) ৷ এটির সংক্রমণের খবর আসছে বিভিন্ন রাজ্যে কোভিড রোগীদের মধ্যে, বিশেষত ডায়াবেটিকসের রোগীরা যাঁদের স্টেরয়েড থেরাপি দেওয়া হচ্ছে, তাঁদের মধ্যে৷ এই সংক্রমণ বাড়াতে পারে কোভিড রোগীদের অসুস্থতা ও মৃত্যুর হারও৷”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *