পড়ানোর নামে শরীর জুড়ে অসভ্যতা দিনের পর দিন! ‘বর্বর’ গৃহশিক্ষকের বিকৃত কামের স্বীকার এক নাবালিকা
বেস্ট কলকাতা নিউজ : এলাকার কচিকাঁচাদের নিজের বাড়িতে দীর্ঘদিন ধরে পড়িয়ে আসছে এক গৃহশিক্ষক। দীর্ঘদিন ধরে এই পেশায় থাকার ফলে বাচ্চাদের অভিভাবকরা তাকে বিশ্বাস করে আসত। শিক্ষকের স্থান বাবা-মায়ের পরই, একথা সবারই জানা। কিন্তু কে জানত, এই শিক্ষক অভিভাবকের রূপে এক ‘বর্বর’। পড়ানোর নামে দিনের পর যৌনহেনস্থা করে আসছিল এই গৃহশিক্ষক। এমনই অভিযোগ উঠে আসা মাত্রই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তার এই নক্কারজনক কীর্তি সামনে আনে এক ৯ বছরের নাবালিকা। জানা গিয়েছে, বর্বর শিক্ষকের লালসার শিকার হন ওই নয় বছরের নাবালিকা।

নারকীয় উপর অত্যাচারের পর ওই নাবালিকা বাড়িতে মাকে এসে বলে। তারপরই নির্যাতিতার মা থানার দারস্থ হয়। সঙ্গে সঙ্গে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিস। ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানা এলাকায়। পুলিস, জানিয়েছে ধৃতের নাম নয়ন বিশ্বাস। বাড়ি গাইঘাটা থানা এলাকায়। পরিবার ও পুলিস সূত্রে জানা যায়, ৯ বছরের নাবালিকা মেয়ে নয়নের কাছে টিউশন পড়তে যেত। রোজকার মতো পড়তে গেলে এদিন ওই নাবালিকাকে একা ঘরে যৌন হেনস্থা করে। পরে ওই নাবালিকা বাড়ি গিয়ে তাঁর মাকে সব ঘটনা খুলে বলে। এরপরই নির্যাতিতার পরিবার গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে পুলিস ওই অভিযুক্ত গৃহ শিক্ষককে গ্রেফতার করে। ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে মঙ্গলবার বনগাঁ মহকুমা আদালতে পাঠালে বিচারক অভিযুক্তের ৪ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেয়।