সংক্রমণ ক্রমশ বাড়ছে, রাজপুর-সোনারপুরে দোকান-বাজার বন্ধ থাকছে তিন দিনের জন্য

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : রাজ্যজুড়ে কোভিড আক্রান্তের সংখ্যা কমলেও, সংক্রমিতের সংখ্যা ক্রমশ বাড়ছে রাজপুর-সোনারপুর পৌর এলাকায়।পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হওয়ায় পৌরসভা গতকাল সোমবার থেকেই ৩ দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজপুর-সোনারপুর এলাকার সমস্ত বাজার।

মূলত ৩ দিন বন্ধ থাকবে বাজার। তারপর বাজার ফের বন্ধ রাখা হবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে পরিস্থিতি পর্যালোচনা করেই। রাজপুর-সোনারপুর পৌর এলাকায় প্রচারও করা হয় শনিবার ও রবিবার বাজার বন্ধ রাখা নিয়ে । কয়েক লক্ষেরও বেশি মানুষ বাস করেন এই পৌরসভায় মোট ৩৫ টি ওয়ার্ডে। আগের থেকে অনেক কমেছে ওই পৌরসভা এলাকায় করোনা সংক্রমণের সংখ্যা। তবে প্রতি দিন করোনায় আক্রান্ত হচ্ছেন ২৫ থেকে ৩০ জন করে। আর উদ্বেগ ক্রমশ বাড়ছে তা নিয়েই। আর সে জন্যই কোভিড মোকাবিলায় বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে পৌরসভার বাজারগুলিকে ।

স্থানীয় বাসিন্দারা যাতে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে রাখেন, প্রচার চালানো হয় সে জন্যও। প্রশাসন সূত্রে জানা গিয়েছে শুক্রবার পরিস্থিতি পর্যালোচনা করে ফের পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও ।পৌরসভার এই সিদ্ধান্তে খুশি সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা । এই এলাকায় টিকাকরণেও জোর দেওয়া হয়েছে বিধিনিষেধের পাশাপাশি৷ পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিন এই এলাকায় টিকা দেওয়া হচ্ছে গড়ে ৫ হাজার বাসিন্দাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *