রংমিস্ত্রি সেজে আজব কায়দায় চুরি, শিলিগুড়িতে আটক ১ যুবক
শিলিগুড়ি : চেহারা সুন্দর ছিল, সেটাকে কাজে লাগিয়ে ক্রমাগত একের পর এক চুরি করে যাচ্ছিল শিলিগুড়ি প্রধান নগর এলাকার বাসিন্দা মনোজ সরকার। দেখতে সুন্দর থাকার কারণে কেউ বুঝতেই পারছিল না তাকে। বিয়ে বাড়িতে গিয়ে চুরি করে পালিয়ে যেত সে। চেহারা সুন্দর থাকায় কেউ তাকে সন্দেহ করত না, ধরা তো দূরে থাক, নাগাল পাচ্ছিল না কেউ।অবশেষে এদিন পানি ট্যাঙ্কি থানার পুলিশ তাকে গ্রেফতার করে। সে জানিয়েছে রংমিস্ত্রি থাকার কারণে সে সময় পেত না, টাকা পয়সা ইনকাম হচ্ছিল না। সেই কারণে কত ছয় মাস ধরে বিয়ে বাড়ি গুলোতে হামলা করছিল সে। বেশ কিছু টাকা হাতিয়ে জমিয়েও ফেলেছিল। কিন্তু শেষ রক্ষা হলো না, ধরা পড়ে যাওয়ার পর সে জানায় , এই কাজ করা তার মোটেই ইচ্ছা ছিল না, কিন্তু পরিবারের চাহিদা মেটানোর জন্যই সে এই পথে নামতে বাধ্য হয়। পরে তাকে শিলিগুড়ি আদালতে তোলা হয়।
