শ্যামপুরে আহিরী ড্যান্স অ্যাকাডেমি উদ্যোগে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন করা হল বসন্ত উৎসবের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : সোমবার শ্যামপুরে আহিরী ড্যান্স অ্যাকাডেমি উদ্যোগে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বসন্ত উৎসবের আয়োজন করা হয়। সোমবার বিকেল ৫ টায় শ্যামপুরের একটি মাঠে এই উৎসবের মূল অনুষ্ঠান শুরু হয়। ভিড়ে ঠাসা দর্শকমণ্ডলীর উপস্থিতিতে উক্ত অনুষ্ঠানে আহিরী ড্যান্স অ্যাকাডেমির কর্মকর্তা ও খ্যাতিমান শিল্পীদের অংশগ্রহণে সংগীত, নৃত্য, কবিতা পাঠ, আবৃত্তি, বসন্তের পোশাক প্রদর্শনী ও কোরিওগ্রাফির আয়োজন করা হয়। বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হয়। উৎসবের অতিথি হিসাবে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কৃষ্ণেন্দু পুরকায়েত, বিশিষ্ট সমাজসেবী শ্রীধর মন্ডল উপস্থিত ছিলেন। এই বর্ণিল উৎসবের বিশেষ আয়োজন হিসাবে নান্দনিক সজ্জায় সজ্জিত ১০ জন দর্শককে আহিরী ড্যান্স অ্যাকাডেমির পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। প্রায় ১০০ জনকে মিষ্টিমুখ করান আয়োজক সংস্থার কর্ণধার নিলোদ্ভা মাইতি মন্ডল। তিনি বলেন, এই উৎসব একাকী পালন করা যায় না, তাই তিনি আহিরী ড্যান্স অ্যাকাডেমির পক্ষ থেকে সকলকে নিয়ে বসন্ত উৎসবের আয়োজন করেন। তিনি আরও জানান সকলের জীবন আনন্দে ভরে উঠুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *