আরজি কর মামলায় অবশেষে আদালতের কাছে স্ট্যাস্টাস রিপোর্ট পেশ করলো CBI
বেস্ট কলকাতা নিউজ : আরজি করে তরুণী চিকিত্সককে খুন ও ধর্ষণ মামলার তদন্ত কতদূর এগিয়েছে? কীভাবেই-বা তদন্ত হচ্ছে? শিয়ালহ আদালতে এবার স্ট্যাস্টাস রিপোর্ট জমা দিল সিবিআই। রিপোর্টে উল্লেখ, ‘এই মামলায় দ্রুত সাপ্লিমেন্টারি ফাইনাল রিপোর্ট জমা দেওয়া হবে। যদি কোনও সাক্ষ্য প্রমাণ লোপাট হয়ে থাকে. তারও তদন্ত হবে এবং ফাইনাল সাপ্লিমেন্টারি ফাইনাল রিপোর্ট তা দেওয়া হবে’। উল্লেখ্য , হাইকোর্টের নির্দেশে আরজি করে তরুণী চিকিত্সক ও খুনের মামলার তদন্ত করে সিবিআই। চার্জশিটও জমা পড়ে শিয়ালদহ কোর্টে। কিন্তু সেই চার্জশিটের ভিত্তিতে অভিযুক্ত সঞ্জয় রাই-কেই দোষী সাব্যস্ত করে সাজা শোনায় আদালত, তখনও তদন্তের গতিপ্রকৃতিতে সন্তুষ্ট হয়নি নির্যাতিতার পরিবার। শিয়ালদহ আদালতেই দ্বারস্থ হয়েছিলেন তাঁরা।
