চরম বিপত্তি উচ্চ মাধ্যমিকের প্রথম দিনই ! দাঁড়িয়ে গেল একের পর এক লোকাল ট্রেন

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনই ট্রেন বিভ্রাট। স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থায় বিভ্রাট। মাঝেরহাট স্টেশনে সিগন্যাল বিভ্রাট। ৭ টা ৩৫ মিনিটে বিভ্রাট ধরা পড়ে। ম্যানুয়াল সিগন্যাল ব্যবস্থায় ট্রেন চালাতে বাধ্য হয় পূর্ব রেল। ৮ টা ৪৮ মিনিট পর্যন্ত ম্যানুয়াল ব্যবস্থায় ট্রেন চালানো হয়। এর জেরে ধীরে চলছিল ট্রেন। পরপর ট্রেন দাঁড়িয়ে থাকছিল পরস্পরের পিছনে। পৌনে ৯ টায় ত্রুটি মেরামত করা হয় । এদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই বিভ্রাটে কিছুটা অসুবিধার মধ্যে পড়েন পরীক্ষার্থীরাও। সপ্তাহের প্রথম কাজের দিন সকালে সিগন্যাল বিভ্রাটে ব্যহত হল শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন চলাচল। মাঝেরহাট স্টেশনে সিগন্যাল বিগড়ে যাওয়ায় বেশ কিছুক্ষণ থমকে রইল ট্রেনের চাকা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর দিন এই বিভ্রাটে যুদ্ধকালীন তৎপরতায় অবশেষে ময়দানে নামে রেল। ফলে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

উল্লেখ্য, উচ্চমাধ্যমিক পরীক্ষা আজ থেকে শুরু। পরীক্ষার্থীদের সেন্টার পর্যন্ত যাতায়াত নির্বিঘ্ন করতে কিছু পদক্ষেপ ঘোষণা করেছে কলকাতা ট্র্যাফিক পুলিস। সকাল ৬ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত কলকাতা ট্র্যাফিক পুলিশ এলাকায় পণ্যবাহী সমস্ত রকম গাড়ি চলাচল নিষিদ্ধ। রান্নার গ্যাস, জ্বালানি তেল, অক্সিজেন সিলিন্ডার, দুধ, ওষুধ, ফল সবজি মাছ মাংস বাহী গাড়ি সকাল ৮ টা পর্যন্ত শহরে যাতায়াত করতে পারবে। তারপর বেলা ১২ টা পর্যন্ত এই গাড়িগুলিও শহরের রাস্তায় চলাচল নিষিদ্ধ। পরীক্ষার্থীদের প্রয়োজনে পরীক্ষা কেন্দ্রের লাগোয়া রাস্তাগুলোতে প্রয়োজন অনুয়ায়ী ট্র্যাফিক ডাইভারশন এবং নিয়ন্ত্রণের পূর্ণ অনুমতি সেই জায়গায় কর্তব্যরত ট্রাফিক অফিসারদের দেওয়া হয়েছে। মার্চ মাসের ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ১০, ১১, ১৩, ১৭ এবং ১৮ তারিখ এই বিধি প্রযোজ্য থাকবে কলকাতা ট্র্যাফিক পুলিস এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *