ক্যাব চালককে পিটিয়ে খুনের অভিযোগ শহর কলকাতায় , বিজয়গড়ে এক চাঞ্চল্যকর ঘটনা পার্কিং নিয়ে বচসার জেরে
বেস্ট কলকাতা নিউজ : শহর কলকাতায় ফের ঘটে গেলো ব্যাপক চাঞ্চল্যকর এক ঘটনা। ক্যাব চালককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল যাদবপুর সংলগ্ন বিজয়গড় এলাকায়। জানা গেছে লালকার মাঠে পার্কিং নিয়ে বচসার জেরে ওই ক্যাব চালককে প্রবল মারধর করা হয় বলে। অবশেষে হাসপাতালে মৃত্যু হয় সেই যুবকের। ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় । ঘটনার তদন্তে নামে পুলিশ। এদিকে এলাকার বাসিন্দারা জানান, জয়ন্ত সেন নামে বছর ৩৬-এর ওই যুবক ক্যাব চালাতেন। বিজয়গড়েই থাকতেন তিনি। রাতে ফিরে বাড়ি ঢোকার আগে গাড়িটি রাখতেন লালকার মাঠের কাছে। এদিনও প্রতিদিনের মতো সেখানেই গাড়িটি রেখেছিলেন। ওইদিন রাতেই তাঁকে বেধড়র মারধর করা হয় বলে অভিযোগ।

এদিকে মারধরের ঘটনার পর গুরুতর আহত হওয়ায় জয়ন্ত রায়কে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। বছর চারেক আগে বিয়ে হয় জয়ন্তর। তাঁর এক দেড় বছরের সন্তান রয়েছে। তাঁর পরিবারের দাবি, অভিযুক্তরা মদ্যপ অবস্থায় ছিল। অভিযোগ, মুখে কাপড় বেঁধে মারধর করা হয় যাতে চিৎকার না করতে পারেন ওই যুবক। জয়ন্ত প্রথমে ক্ষতিপূরণ দিতে রাজি হন, তা সত্ত্বেও তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। স্থানীয় মানুষজন তাঁকে বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন। এদিকে অনিচ্ছাকৃত খুনের অভিযোগে মামলা রুজু হয় পাঁচ জনের বিরুদ্ধে।