দাগাপুর চা বাগানের একটি পরিত্যক্ত জায়গায় দেখা মিললো এক চিতাবাঘের
নিজস্ব সংবাদদাতা : দাগাপুর চা বাগানের একটি পরিত্যক্ত জায়গায় দেখা মিললো এক চিতাবাঘের । এদিন সকালে ওই চিতাবাঘ টিকে দেখতে পান ওই এলাকার স্থানীয় মানুষজন। এই ঘটনা কে কেন্দ্র করে এদিন ব্যাপক হইচই পড়ে যায় এলাকায়, বহু মানুষ এদিন দৌড়ে চলে আসেন ওই চিতা বাঘ দেখবার জন্য। খুব সম্ভবত অসাবধানবশত অন্ধকারের মধ্য ওই চিতা বাঘটি পড়ে যায় ঐ কুয়াতে। পরে ওঠাবার চেষ্টাও করেছিল সে, কিন্তু উঠতে পারেনি। পরে অনেক স্থানীয় মানুষ এসে বাঁশ এবং লাঠি দিয়ে চেষ্টা করে চিতাবাঘা টিকে উদ্ধার করার। কিন্তু সেই সাহসও তারা পায়নি। পরে আর্মির থেকে লোক এসে এদিন চিতা বাঘ টিকে উদ্ধার করেন।
