এবার থেকে সিকিমে ঘুরতে গেলে কর দিতে হবে পর্যকদের
নিজস্ব সংবাদদাতা : আর আনন্দের সাথে সিকিম ঘোরা হবে না। এবারে সিকিম ঘুরতে গেলে কর দিতে হবে পর্যটকদের। সিকিম সরকার জানিয়ে দিয়েছে যে পর্যটক যতদিনের জন্য আসবে, সেভাবেই তাদের কাছ থেকে পর্যটন কর নেওয়া হবে। জানা গেছে গত কয়েক বছর ধরে পর্যটক ব্যবস্থা ধরে রাখতে প্রচুর টাকা খরচ হয়ে গেছে সিকিম সরকারের। যত্রতত্র ময়লা ফেলা, আবর্জনা এবং অন্যান্য জায়গায় নোংরা করে আসা বেশ কিছু পর্যটকদের অভ্যাসে পরিণত হয়েছে। বিশেষ করে হোম হোমস্টে এবং হোটেলগুলি প্রচন্ড নোংরা হয়ে থাকে। অতিরিক্ত টাকা না নিলে এই বিপুল পরিমাণ ব্যয় ভার বহন করতে হচ্ছে সিকিম সরকারকেই।

তাই সিকিম সরকার চিন্তা করেছে এবার থেকে পর্যটকদের পাহাড়ে বেড়াতে আসলেই দিতে হবে পর্যটন কর। যে পর্যটক পরিবার নিয়ে আসবেন , এবং কতদিন থাকবেন সেটার উপর ভিত্তি করেই তার কাছ থেকে পর্যটন কর নেওয়া হবে। এর জন্য তাকে একটা আলাদা কাগজ কেটে দেওয়া হবে। যারা দীর্ঘমেয়াদী সময়ের জন্য আসবেন তাদের রশিদ কেটে দেওয়া হবে। তবে কবে থেকে এই ব্যবস্থা চালু হবে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে সিকিম সরকার খুব দ্রুত এই ব্যবস্থা চালু করছে।