পাইপ ফেটে জল মগ্নহয়ে পড়লো শিলিগুড়ির ৩৭ নম্বর ওয়ার্ড,চরম ক্ষুব্ধ এলাকাবাসী
শিলিগুড়ি : জলের পাইপ ফেটে যাওয়ায় জলমগ্ন হয়ে পড়ল শিলিগুড়ি ৩৭ নম্বর ওয়ার্ড। জানা যায় জলের পাইপ ফেটে যাওয়ায় তৈরি হয় এই চরম সমস্যা । এদিকে এলাকাবাসীরা জানান একদিন হয়ে গেল, অথচ পুরসভা থেকে কোন ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। এলাকা জলমগ্ন হয় জল এবং ড্রেনের জল এক হয়ে গেছে । এর জেরে চরম সমস্যায় বয়স্করা এবং বাচ্চারা।

এলাকাবাসীর আরো অভিযোগ, কাউন্সিলর এর কাছে বলা সত্ত্বেও , এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বর্ষার আগে এই ঘটনা ঘটায় চরম ক্ষুব্ধ ওই এলাকার মানুষ। তবে কাউন্সিলর জানায় , শিগ্রই এ কাজ করে দেওয়া হবে। একটু সমস্যা থাকবে, তবে আর জল থাকবেনা ওয়ার্ডে। জলের পাইপ ফেটে যাওয়ার ঘটনা এই ওয়ার্ডে আগেও ঘটেছে। বারবার এই ঘটনা ঘটে যাওয়ায় এলাকাবাসীরা ক্ষোভে ফেটে পড়ছেন। তারা জানিয়েছেন এতবার বলা হলেও কর্ণপাত করে না পুরসভা। চরম সমস্যার মধ্যে আছে এলাকার মানুষজন।