নতুন বছরে “বেঙ্গল সাফারী” ক্রমশ মাতিয়ে তুলছে শিলিগুড়িকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়িতে নতুন বছরে মাতিয়ে তুলছে বেঙ্গল সাফারী। গত এক সপ্তাহে রেকর্ড ভীড় হয়েছে বেঙ্গল সাফারীতে। মানুষ সকাল থেকে সন্ধ্যায় ভীড় করছেন বেঙ্গল সাফারীতে। এত ভীড় ঠিক কবে হয়েছে বলতে পারছেন না বেঙ্গল সাফারী কতৃপক্ষ। সব রেকর্ড ভেঙে এগিয়ে গেছে বেঙ্গল সাফারী। জানা গেছে বহু পর্যটক শিলিগুড়িতে রাত কাটাচ্ছেন। শুধুমাত্র বেঙ্গল সাফারী দেখবার জন্য। শুধু তাই নয় বেঙ্গল সাফারী চালু হবার পর থেকে পয়লা জানুয়ারী এত ভীড় কোন দিন হয় নি বলে দাবী বেঙ্গল সাফারী কতৃপক্ষের। এবারে বেঙ্গল সাফারীতে সবচাইতে বেশী কদর বাঘ এবং হরিনের। বাঘের গম্ভীর গর্জন এবং বাঘের ডাক শুনতে ভালোবাসেন অনেকেই। অনেকেই আসছেন বেঙ্গল সাফারীতে শুধুমাত্র শীতের আমেজ এবং নতুন আবহাওয়া উপভোগ করবার জন্য।

শিলিগুড়িতে একদম শিলিগুড়ি শহর জুড়ে যতগুলো জায়গা আছে তার মধ্যে সমীক্ষা করে দেখা গেছে বেঙ্গল সাফারীর জনপ্রিয়তা সবচাইতে বেশী। বাবা মায়েরাও চাইছেন তাদের ছেলেমেয়েরা মোবাইল ম্যানিয়া ছেড়ে অন্তত একদিন খোলা হাওয়ায় পশু পাখিদের সাথে সময় কাটাক। শিলিগুড়ির ছেলেমেয়েদের মধ্যে পশু পাখির জনপ্রিয়তা অনেকটাই বেড়েছে। তাই বাবা মারাও চাইছেন তাদের সন্তান অন্তত বছরের একটা দিন পশুপাখির সাথে সময় কাটাক। অনেক বাবা মাই তাদের ছেলেমেয়েদের শপিং মল এবং সিনেমা হলের চাইতে বেঙ্গল সাফারিতে পশুদের সাথে নিয়ে যেতেই পছন্দ করছেন। তাই এবারে শিলিগুড়িতে বেঙ্গল সাফারীর জনপ্রিয়তা একেবারে তুঙ্গে। বেঙ্গল সাফারি কতৃপক্ষ জানিয়েছেন এবারে জানুয়ারী মাসে সবচাইতে বেশী ভীড় হবে বলে আশা করছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *