দুর্গাপুরে এনআইটি ক্যাম্পাসে গবেষণার সময় ভয়াবহ বিস্ফোরণ, আগুনে ঝলসে গেলেন অধ্যাপক ও পড়ুয়া
বেস্ট কলকাতা নিউজ : গবেষণার সময় ঘটে গেলো ভয়াবহ বিস্ফোরণ! গুরুতর জখম হয় অধ্যাপক ও এক ছাত্র। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে(এনআইটি)। চরম আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি করা হয় মেকানিক্যাল বিভাগের সিনিয়র অধ্যাপককে। তাঁর নাম ইন্দ্রজিৎ বসাক। তিনি দুর্গাপুরে সিটি সেন্টারের রিকোল পার্কের বাসিন্দা। জখম পড়ুয়ার নাম আকাশ মাঝি। সে আসানসোলের বাসিন্দা।

এনআইটি সূত্রে খবর, সকালে মেকানিক্যাল বিভাগে পড়ুয়াদের নিয়ে থার্মিট ওয়েল্ডিং নিয়ে গবেষণার কাজ চলছিল। তখনই সেটি বিস্ফোরণ করে যায়। সেখানে থাকা কেমিক্যাল ছিটকে ঝলসে যায় অধ্যাপক এবং এক পড়ুয়া। দুজনকেই দুর্গাপুরের গান্ধী মোড়ের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অধ্যাপককে আইসিইউতে স্থানান্তর করা হয়। ছাত্ররা হোস্টেলে ফিরে গিয়েছেন বলে জানান জন সংযোগ আধিকারিক শ্রীকৃষ্ণ রায়।