নিরাপত্তাহীনতায় ভুগেই এই জঙ্গি হামলা, আজব যুক্তি প্রিয়াঙ্কার স্বামী রবার্টের, ‘পাকিস্তানের প্রতিনিধি নাকি?’ পাল্টা প্রশ্ন বিজেপির

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : পহেলগাঁও হামলারা আবহে চাপে গান্ধী পরিবার? ওয়েনাড়ের সাংসদ প্রিয়ঙ্কা গান্ধীর স্বামী ব্যবসায়ী রবার্ট বঢ়রার মন্তব্য ঘিরে যত বিতর্ক। বুধবার সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে পহেলগাঁও হামলার তীব্র নিন্দা করেন রবার্ট। তিনি বলেন, “এই ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিরপরাধ মানুষকে খুন করে কোনও মানুষ কখনও নিজেকে ব্যাখ্যা করতে পারে না। সন্ত্রাসের কোনও ধর্ম হয় না, কেবল মনুষত্বকে আঘাত হানে।” এরপরের মন্তব্য নিয়েই ওঠে বিতর্কের ঝড়। এদিকে রবার্ট বলেন, “জঙ্গিরা হামলা করার আগে পর্যটকদের পরিচয়পত্র দেখতে চেয়েছিলেন। কেবল অ-মুসলিমদের বেছে বেছে হত্যা করা হয় এবং প্রধানমন্ত্রীর কাছে বার্তা পৌঁছে দিতে বলা হয়। কেন এই ঘটনা ঘটল? কারণ ওঁরা মনে করে আমাদের দেশে মুসলিমদের সঙ্গে অন্যায় হচ্ছে।”

এই মন্তব্যকে ঘিরেই হয়েছে বিতর্কের ঝড়। বিজেপি মুখপাত্র সিআর কেসভন বুধবার এই বিষয়ে একহাত নিয়েছেন রবার্টকে। তিনি বলেন, “রবার্ট বঢ়রার এই লজ্জাজনক বক্তব্য ক্ষমার অযোগ্য এবং অমার্জনীয়। তিনি কি পাকিস্তানের প্রতিনিধি নাকি খুনি-সন্ত্রাসীদের প্রতিনিধি? তিনি যখন বলেন যে এই জঘন্য সন্ত্রাসীদের ভারতীয়দের হত্যা করার যুক্তি আছে, তখন তিনি সন্ত্রাসীদের ভাষায় কথা বলছেন বলে মনে হচ্ছে… রবার্ট বঢ়রা যেভাবে কথা বলছেন এবং বিবৃতি দিচ্ছেন, তাতে মনে হচ্ছে যেন সন্ত্রাসীদের এই হামলা করার যুক্তি আছে…। বিজেপির আইটি বিভাগের প্রধান অমিত মালব্য এক্স মাধ্যমে সেই ভিডিয়ো প্রকাশ করে লেখেন, “নির্লজ্জভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের পক্ষে কথা বলেন, সন্ত্রাসীদের নিন্দা করার পরিবর্তে তাদের আড়াল করেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *