বেতন বঞ্চনার প্রতিবাদে শিলিগুড়িতে রাস্তায় নামলেন শিলিগুড়ি পুরসভার ৪১ নম্বর ওয়ার্ডেরঅস্থায়ী কর্মীরা
শিলিগুড়ি : বেতন বঞ্চনার প্রতিবাদে শিলিগুড়িতে অস্থায়ী কর্মীরা রাস্তায় নামলেন। এদিন শিলিগুড়ি পুরসভার ৪১ নম্বর ওয়ার্ডের অস্থায়ী কর্মীরা তুমুল বিক্ষোভে ফেটে পড়েন। তারা জানান তাদের শুধু শুধু আশ্বাস দেওয়া হচ্ছে। অথচ দিনের পর দিন মাসের পর মাস তারা টাকার মুখ দেখতে পারছেন না। প্রচন্ড আতঙ্ক থেকে এবং মানসিক চাপের মধ্যে থেকেও তারা সংসার এবং কাজ দুটোই সামলাচ্ছেন। কিন্তু আর তাদের পক্ষে কোনভাবেই চালিয়ে দেওয়া সম্ভব নয়। যতক্ষন না পর্যন্ত তারা বেতন পাবেন ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এক কর্মী জানান প্রচন্ড দাম জিনিসপত্রের, তার উপরে তাদের বেতন দেওয়া হচ্ছে না, আমাদের যদি ঠিকভাবে টাকা পয়সা না দেওয়া হয় তবে আমরা কাজ বন্ধ করে দিতে বাধ্য হবো।
