দিঘায় আজ মহাযজ্ঞে পূর্ণাহুতি দেবেন মুখ্যমন্ত্রী , সন্ধেয় জগন্নাথ মূর্তি শোয়ানো হবে ফুলের শয্যায়
বেস্ট কলকাতা নিউজ : আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা। এদিকে শুরুও হয়েছে জোর প্রস্তুতি। আজ, মঙ্গলবার হবে মহাযজ্ঞ। আর সেই যজ্ঞে পূর্ণাহুতি দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব রীতি মেনেই করা হয়েছে সব আয়োজন। মন্দিরের ভিতরে কাঠের বিগ্রহের পাশাপাশি থাকছে পাথরের বিগ্রহও। কাঠের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করবেন পুরী থেকে আসা পান্ডারা। আর পাথরের বিগ্রহ এবং রাধাকৃষ্ণের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করবেন ইস্কনের সন্ন্যাসীরা।

গত ২৫ এপ্রিল থেকেই শুরু হয়েছে পুজো পাঠ। ওই দিন বাস্তু হোম করা হয়েছে। ২৬, ২৭ ও ২৮ এপ্রিল নিয়ম মেনে হয় কলস যাত্রা। আয়োজন হয় কীর্তনেরও। আর আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে মহাযজ্ঞ। মহাযজ্ঞ শেষ হতে হতে সন্ধে হয়ে যাবে। যজ্ঞ শেষে সন্ধে নাগাদ ফুলে সাজানো বিছানায় শোয়ানো হবে জগন্নাথের মূর্তি। ৩০ তারিখ, বুধবার তিনটি পর্যায়ে হবে প্রাণপ্রতিষ্ঠা। বিগ্রহকে সোনা, রুপো ও তামার তার দিয়ে বেঁধে সেই তারকে প্রধান পুরোহিতের কোমরে বাঁধা হবে। তারপর হবে ওই তিন ধাপ। প্রথমে ঘট স্থাপন, তারপর কুণ্ড ও অবশেষে প্রতিবিম্ব। এদিকে আজ পুরো অনুষ্ঠান ঘিরে নজিরবিহীন নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। কাঁথি থেকে শুরু করে দিঘা পর্যন্ত মোতায়েন থাকবে পুলিশ। হাজার হাজার মানুষের সমাগম হবে বলে অনুমান প্রশাসনের। সেই মতো করা হয়েছে সব বন্দোবস্ত। সিসিটিভিতেও মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বর।