বাড়িতে ঢুকে চুরি, ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ফুলবাড়িতে
নিজস্ব সংবাদদাতা : ফুলবাড়িতে বাড়িতে ঢুকে চুরি, চোর নিয়ে গেল মূল্যবান গয়না এবং অন্যান্য জিনিস। চাঞ্চল্য ছড়ালো গোটা ফুল বাড়ি জুড়ে। ফুলবাড়িতে এই নিয়ে দু দু বার চুরি হলো । এই নিয়ে সাধারণ মানুষ প্রচন্ডভাবে হতাশ হয়ে পড়েছেন। কেন এত চুরি হচ্ছে সেটা নিয়েও সমস্যায় মানুষ। ফুলবাড়ী এলাকা জুড়ে চুরি হচ্ছে দিনের পর দিন, বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোন ধরনের কোন কাজ হয়নি বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা। অনেকেই জিজ্ঞাসা করছেন এত কিছু ঘটে যাওয়া হলেও কেন প্রশাসন পদক্ষেপ নিচ্ছেন না ? ফুলবাড়ী এলাকায় চুরি বেড়েছে অনেকদিন ধরেই । তা হলেও কোনো পদক্ষেপ নেয়নি স্থানীয় প্রশাসন। তারা সবাই জানিয়েছেন ফুলবাড়ী এলাকায় , অসামাজিক কাজকর্ম বেড়ে গেছে দিনের পর দিন। কোনভাবে কমে যাচ্ছে না চুরি। প্রশাসনের হস্তক্ষেপ কমাতে পারেনি চুরি। এদিকে ঐ বাসিন্দার বাড়ী থেকে চুরি হয়ে যায় সোনা গয়না সহ টাকা-পয়সা এবং আসবাব পত্র।
