ডাবগ্রামে একসাথে নিখোঁজ হল ৪জন নাবালক, ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকাজুড়ে
শিলিগুড়ি :শিলিগুড়ি ডাবগ্রাম ফুলবাড়ী এলাকায় একসাথে চারজন বাচ্চার হারিয়ে যাওয়া নিয়ে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। রাজু বিশ্বাস নামে ছয় বছরের নাবালক তার চার বন্ধুকে নিয়ে মামার বাড়ি মাথাভাঙ্গা যাবে বলে মার কাছে বায়না করে। তার মা প্রথমে পাত্তা দিতে রাজি না হওয়ায়, সে রেগে বাড়ি থেকে বেরিয়ে যায় তারপরে তার মা তাকে আশ্বস্ত করে জানান তার বাবা আসলে সে জানাবে। তার বাবা আসলে সে এই কথা জানালে তার বাবা অনুমতি না দেওয়ায় আবার বাড়ি থেকে বেরিয়ে যায় সে। তার মা জানায় তার কাছে সেরকম টাকা-পয়সা না থাকায় তারা ভাবতে পারেননি সে ৪ বন্ধু তার মধ্যে তার আত্মীয় একজন সবাইকে নিয়ে বাইরে চলে যায়। সে রাতে ফিরে না আসায় তাদের অভিভাবকেরা থানায় ডায়েরি করেন।

এদিন সকালেও তারা ফিরে আসেনি। রাজু বিশ্বাসের মা জানান , এর আগেও সে কয়েকবার এভাবে বাড়ি থেকে চলে গেছিল। কিন্তু ফিরে এসেছিল, কিভাবে একা একা বাইরে গিয়ে গিয়ে আর মনের জোর বেড়ে গেছে , বলে জানিয়েছিল তার বাবা-মা। আজ সকালেও যখন তাদের খোঁজ পাওয়া গেল না, দুশ্চিন্তায় পড়ে যান তাদের অভিভাবকেরা। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো তারা ফিরে আসেনি। নাবালকদের খোঁজে তল্লাশিও চালায় পুলিশ।