বেঙ্গালুরুতে সাইবার অপরাধ করে আত্মগোপন শহর কলকাতায় , দুষ্কৃতীদের গ্রেফতার করল ভিন রাজ্যের পুলিশ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : সাধারণ মানুষকে ফোন করে তাদের বোকা বানিয়ে বিভিন্ন কায়দায় তাদের থেকে লক্ষাধিক টাকা সাইবার ফ্রড করে কলকাতায় আত্মগোপন ভিন রাজ্যের দুষ্কৃতীদের। তদন্ত নেমে ভিনরাজ্যের পুলিশ কলকাতায় এসে গ্রেফতার করল সাইবার দস্যুদের।বেঙ্গালুরু পুলিশ কলকাতায় এসে চারজনকে গ্রেফতার করে। ধৃতদের নাম, রঞ্জিত নন্দন, আক্রন অনন্দ নাথন,জোয়েল জেভারেজ কারকাদা, আশিস রবীন্দ্রনাথন।

কয়েকমাস আগে বেঙ্গালুরুর সাউথ-ইস্ট সিএনসি থানায় একটি অভিযোগ দায়ের হয়েছিল। সেই ঘটনায় তদন্তে অভিযুক্তদের সন্ধান পান তদন্তকারীরা। এরপর বেঙ্গালুরু পুলিশ কথা পুলিশের সঙ্গে যোগাযোগ করে। জানা যায় গত দুদিন ধরে এই চারজন তারা কলকাতায় এসে আনন্দপুর থানায় একটি ঘর ভাড়া নিয়ে থাকছিল। পুলিশ সূত্রে খবর এই চারজন অভিযুক্তকে জেরা করে আরও বিভিন্ন ব্যক্তিদের নাম জানা যাবে।

মূলত এই ঘটনায় বেঙ্গালুরু পুলিশের তরফ থেকে কিছু জানা যায়নি। তবে লালবাজার সূত্রের খবর, এই অভিযুক্তদের সঙ্গে যুক্ত রয়েছে আন্তর্জাতিক সাইবার ফ্রডদের একাংশ। তারা আমেদাবাদ এবং বেঙ্গালুরুতে বসে একাধিক বৃদ্ধ বৃদ্ধাদের ফোন করে টার্গেট করতো। এরপর তাদের সঙ্গে কথা বলার আছিলায় তাদের কাছ থেকে ব্যাংকের যাবতীয় খুঁটিনাটি তথ্য টাকা গায়েব করে দিত।

এই প্রকারের অভিযোগ আসার পরেই বেঙ্গালুরু পুলিশ নড়েচড়ে বসে। প্রথমে তারা এই ঘটনায় গোটা বিষয়টি জানতে পারেন। বেশ কিছু মোবাইল নাম্বার ট্র্যাকিংয়ে বসিয়ে তারা জানতে পারেন যে বর্তমানে অভিযুক্তরা প্রত্যেকেই কলকাতায় আত্মগোপন করে রয়েছে। চলতি সপ্তাহে লালবাজারের সঙ্গে যোগাযোগ করে বেঙ্গালুরু পুলিশ। এরপরেই বেঙ্গালুরু পুলিশের যৌথ অভিযানে এই চার জনকে গ্রেফতার করা হয়। এদিকে লালবাজার সুত্রে জানা গেছে তাদেরকে ট্রানজিট রিমান্ডে বেঙ্গালুরু নিয়ে যাচ্ছে বেঙ্গালুরু পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *