বিরিয়ানিতে পোকা মিললো শিলিগুড়ির চম্পা সারিতে, ব্যাপক উত্তেজনা ছড়ালো গোটাএলাকা জুড়ে
শিলিগুড়ি : ফের বিরিয়ানি তে পোকা। শিলিগুড়ির চম্পাসারি মোরের দোকান থেকে কেনা বিরিয়ানীতে পোকা পাওয়া গেছে বলে অভিযোগ ওঠে , জানা গেছে ওই দোকানের এক মহিলা গ্রাহক এক প্যাকেট বিরিয়ানি নিয়ে বাড়িতে গিয়ে খুলে দেখা মাত্রই তার চোখ কপালে উঠে! মাংসের হাড্ডিতে কিলবিল করছে পোকা ! দোকানের এক কর্মচারী স্বীকার করে নেন দুই দিনের বাসি মাংস দেওয়া হয় না বিরিয়ানিতে! শিলিগুড়িতে ইদানিংকালে বারবার বিরিয়ানির দোকানে এমন ঘটনা ঘটায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

এদিকে অনেক সাধারন মানুষ ছুটে আসেন, তারা জানান খাবারের মধ্যে পোকা একদম নতুন কথা নয়, এর আগেও শিলিগুড়িতে অনেক বার এই ঘটনা ঘটেছে । তবুও প্রশাসনের তরফ থেকে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়নি। আজকে ওই মহিলা হাজী বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানি কেনেন , এবং বাড়ি গিয়ে তিনি বিরিয়ানির প্যাকেট খুলে বাচ্চাদের দেওয়ার পরে ঘটে যায় এই ঘটনা। বিরিয়ানির জন্য অপেক্ষা করে বসেছিলো তার সন্তানেরা, পোকা দেখতে পাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে তাদের মধ্যে। এমনকি অনেকে এও জানান দিনের পর দিন এইভাবে বিরিয়ানি খাওয়ানো হচ্ছিল। দোকানের কর্মচারী জানায় অভিযোগ কারো কাছ থেকেই এতদিন আসেনি, আজকে এই অভিযোগ তার কাছে প্রথম। তবুও তা মানতে চাননি সাধারণ মানুষ। তাদের অভিযোগ খাদ্য সুরক্ষা দপ্তরের উচিত রাস্তার খাবারের গুণমান একবার পরীক্ষা করে দেখা। আপাতত ওই দোকানটিকে বন্ধ রাখা হয় বলেও খবর মেলে।