অবশেষে ইংল্যান্ড সফরে নির্বাচিত হলেন শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ, গোটা শহর জুড়ে বইছে বিরাট এক খুশির হাওয়া
শিলিগুড়ি : চলতি ইংল্যান্ড সফরে ভারতীয় মহিলা ক্রিকেট দলে সুযোগ পেলো বাংলা তথা শিলিগুড়ির গর্ব উইকেটকিপার ব্যাটার রিচা ঘোষ। বিসিসিআই ঘোষিত স্কোয়াডে তাঁর নাম থাকায় উৎসাহের জোয়ার বইছে উত্তরবঙ্গ জুড়ে। বিশেষ করে তার নিজের শহর শিলিগুড়িতে।এই সফরে ভারত পাঁচটি টি-২০ এবং তিনটি ওয়ান ডে ম্যাচের সিরিজ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। রিচার দলে থাকা নিশ্চিত করেছে যে, তাঁর ধারাবাহিক পারফরম্যান্স জাতীয় দলে আরও বেশি করে মূল্যায়িত হচ্ছে। তিন বছর ধরে ধারাবাহিকভাবে ভারতের হয়ে খেলে আসছেন রিচা , তার বাবা মানবেন্দ্র ঘোষ ( গবা ) জানিয়েছেন ও (রিচা) আমাকে বলেছে ও ভারতের হয়ে নিজের সেরা খেলাটা দিতে চায়। ও ক্রিকেটকে ভালোবাসে ও আর সেই ভালোবাসা নিয়েই ও একের পর এক ম্যাচে ভালো পারফরম্যান্স করে যাচ্ছে। হয়তো এটাই তার পুরস্কার। এমনটাই জানালেন তিনি।

এদিকে রিচা নিজে জানিয়েছে সে প্রচুর পরিশ্রম করেছিল ইংল্যান্ড সফরে ভারতীয় দলে জায়গা পেতে , আর সেই হিসাবে দেখতে গেলে এটাই আমার পুরস্কার। রিচা আপাতত কলকাতায় এসে খুব শিগগিরই ভারতীয় দলের সাথে ইংল্যান্ড সফরে রওনা দেবে সে। মহিলাদের আইপিএলে অসাধারণ পারফরম্যান্স করেছে রিচা। তার উপরে নজর ছিল নির্বাচকদেরও। অবশেষে যোগ্য সম্মান পেল রিচা, এমনটাই জানান তার বাবা।