চরম নিষ্ক্রিয় ছিল পুলিশ, মুর্শিদাবাদ অশান্তি নিয়ে এমনটাই জানাল কলকাতা হাইকোর্টের বিশেষ কমিটি
বেস্ট কলকাতা নিউজ : ঘটনার দিন বেশ কিছু এলাকায় পুলিশ নিষ্ক্রিয় ছিল ৷ ঘটনাস্থলেও দেখা যায়নি তাঁদের ৷ মুর্শিদাবাদের ধুলিয়ানে ওয়াকফ অশান্তি প্রসঙ্গে এমনটাই জানাল কলকাতা হাইকোর্টের তৈরি তিন সদস্যের বিশেষ কমিটি ৷সেই সঙ্গে তাদের দাবি, ধুলিয়ানে হামলার নির্দেশ দিয়েছিলেন স্থানীয় এক কাউন্সিলর । ঘটনার দিন একটি পোশাকের দোকানে লুঠপাট চালানো হয়েছিল বলে রিপোর্টে জানিয়েছে কমিটি ৷

উচ্চ আদালতের তৈরি এই কমিটিতে রয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের রেজিস্ট্রার (আইন) যোগিন্দর সিং, ওয়েস্ট বেঙ্গল লিগাল সার্ভিস অথরিটির মেম্বার সেক্রেটারি সত্য অর্ণব ঘোষাল এবং ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের রেজিস্ট্রার সৌগত চক্রবর্তী ৷ তাঁরা ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি কথা বলেন ক্ষতিগ্রস্তদের সঙ্গে ৷ এরপর গত ১৫ ই মে হাইকোর্টে রিপোর্ট জমা দেয় এই কমিটি ৷ সেখানে তাঁরা জানান, গত ১ ১ এপ্রিল বিকেলে হামলা চালানো হয় ৷ সেই সময়, স্থানীয় পুলিশের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি ৷
কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চ জানিয়েছে, রিপোর্টে কমিটির তরফে দাবি, “রাজ্যের এক শ্রেণির মানুষের সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ সরকার ৷ এর একমাত্র প্রতিকার হল যোগ্য মূল্যায়ন বিশেষজ্ঞ নিয়োগ করা ৷ ক্ষতিগ্রস্তদের ব্যক্তিগত পুনর্বাসনের প্রয়োজনীয়তা রয়েছে ৷ তবে, যোগ্য মূল্যায়ন বিশেষজ্ঞদের পরিষেবা নিশ্চিত করা খুবই জরুরি ৷” উল্লেখ্য , ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান, সুতি, সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর ৷ ঘরছাড়া হয়ে পড়েন বহু মানুষ ৷ গত ১৭ এপ্রিল পুরো বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখার জন্য তিন সদস্যের কমিটি গঠনের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট ৷