এবার শিলিগুড়ির কাছে হদিশ মিললো ব্রাউন সুগার তৈরির কারখানার , ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়িতে হদিশ মিললো ব্রাউন সুগার তৈরির কারখানার। জানা গেছে মাটিগাড়া থানার অন্তর্গত লোকনাথ কলোনিতেই তৈরি হচ্ছিল ব্রাউন সুগার। অবশেষে এদিন অভিযান চালিয়ে পর্দা ফাঁস করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও মাটিগাড়া থানার পুলিশ। এই ঘটনায় অবশেষে এদিন তিনজনকে গ্রেফতারও করে পুলিশ। উদ্ধার হয় এমনকি ব্রাউন সুগার তৈরীর বিপুল কাঁচামাল ও নগদ প্রায় ১২ লক্ষ টাকাও।

এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাটিগাড়া পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লোকনাথ কলোনীর বাসিন্দা ওহাদূর শেখ ও তার স্ত্রী সোনাম নিজের বিলাসবহুল বাড়িতে ব্রাউন সুগার তৈরির কারখানা খুলে বসে। প্রায় বছর তিনেক ধরেই রমরমিয়ে চলছিল তাদের এই ব্যবসা। গোপন সূত্রে খবর পেয়ে এদিন এসওজি ও মাটিগাড়া থানার পুলিশ যৌথভাবে ওই বাড়িতে বিশেষ তল্লাশি অভিযান চালায়। অভিযান চলাকালীন সেখানে হাতেনাতে ধরে ফেলে ব্রাউন সুগার তৈরীর কাঁচামাল সরবরাহকারী এক ব্যক্তিকে। জানা গিয়েছে ওই ব্যক্তির নাম মোহাম্মদ আব্দুল। সে মালদার বাসিন্দা। সে মূলত ব্রাউন সুগার তৈরির কাঁচামাল ওয়াহাদুর শেখকে সরবরাহ করত।

অবশেষে এই ঘটনায় পুলিশ ওয়াদুর শেখ তার স্ত্রী সোনম ও মহ: আবদুলকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে প্রচুর পরিমাণ ব্রাউন সুগার, কাঁচামাল এবং নগদ ১২ লক্ষ টাকারও বেশি উদ্ধার করা হয়। পুলিশ জানতে পারে ধৃত ওয়াহাদুর শেখ মাদক পাচার করতে গিয়ে এর আগেও পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল। প্রায় চার বছর জেলে ছিল সে। জেল থেকে বেরিয়েই নিজের বাড়িতে ব্রাউন সুগার তৈরি করা শুরু করে। এদিকে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *