চিকিৎসকের নাম-রেজিস্ট্রেশন নম্বর ব্যবহারের অভিযোগ, পুলিশের জালে ধরা পড়লো ভুয়ো ডাক্তার
বেস্ট কলকাতা নিউজ : নিজেকে কলকাতার পিজি সরকারি হাসপাতালের চিকিৎসক বলে পরিচয় দিয়েছিল অভিযুক্ত ৷ তার নাম, রেজিস্ট্রেশন নম্বর- সবই অ্যাপে মিলে গিয়েছিল ৷ তাই কোনও সন্দেহ হয়নি ওষুধের দোকানের মালিকের ৷ এদিকে আসল চিকিৎসকের নাম ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা করছিল ওই ব্যক্তি ৷ অভিযোগ পেয়ে বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বসিরহাটে একটি ওষুধের দোকান থেকে সেই ভুয়ো ডাক্তারকে পাকড়াও করল পুলিশ ৷ ধৃতের নাম ইন্দ্রনীল বোস ৷ পুলিশ সূত্রে খবর, ধৃতের বিরুদ্ধে যে চিকিৎসক তাঁর রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করার অভিযোগ এনেছেন, তাঁর নামও ইন্দ্রনীল বোস ৷ সম্প্রতি তিনি জানতে পারেন, তাঁর মেডিক্যাল ডিগ্রি ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে এক ব্যক্তি বহাল তবিয়তে হাওড়া এবং বসিরহাটে ডাক্তারি করছেন ৷ এরপরেই ওই চিকিৎসক পুলিশের দ্বারস্থ হন ।

হাওড়ার আমতা থানায় লিখিত অভিযোগও দায়ের করেন তিনি ৷ সেই অভিযোগ পেয়েই বসিরহাট থানার পুলিশকে সঙ্গে নিয়ে বদরতলার একটি ওষুধের দোকানে আচমকা অভিযান চালায় হাওড়ার আমতা থানার পুলিশ ৷ সেই ওষুধের দোকানের চেম্বার থেকেই হাতেনাতে পাকড়াও করা হয় ওই ভুয়ো চিকিৎসককে ৷ ধৃত ব্যক্তিকে বসিরহাট থানায় নিজেকে চিকিৎসক হিসেবেই পরিচয় দেন ৷ শুধু তাই নয়, চিকিৎসক তাঁর বিরুদ্ধে রেজিস্ট্রেশন নম্বর ‘জাল’ করার অভিযোগ এনেছেন, তাঁর নামেই ওকালত নামায় স্বাক্ষর করতে দেখা যায় অভিযুক্তকে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারী চিকিৎসক হাওড়ার আমতার বাসিন্দা ৷ নাম ভাঁড়িয়ে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল থেকে দেওয়া রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে ৷ সে বসিরহাটের বদরতলা এলাকার একটি ওষুধের দোকানে বসে রোগী দেখত ৷