একের পর এক ছিনতাই শিলিগুড়িতে, সোনার চেন পড়তে চরম অনীহা মহিলাদের মধ্যে
শিলিগুড়ি : শিলিগুড়িতে ঘটে যাচ্ছে একের পর এক ছিনতাই এর মোট ঘটনা। সমস্ত শিলিগুড়ি জুড়ে সকাল অথবা সন্ধ্যায় চলছে ব্যাপক ছিনতাই। শুধু তাই বললেই হবে না ভর দুপুরেও কয়েক কোটি টাকার সোনার জিনিস নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। শুধু তাই নয় ভোরবেলা এবং রাতে সোনার হার ছিনতাই এর কথা এখন শোনা যাচ্ছে শিলিগুড়ির সকল মানুষের মুখে। তাইতো হয়ত এবারে সোনার জিনিস ব্রাত্য হতে চলেছে সাধারণ মানুষের মধ্য। আর যাই হোক অন্তত সোনার জিনিস পড়ে বাইরে বের হতে সাহস করবেন না কোন মহিলা। যেভাবে নিরবে নিরিবিলি রাস্তার মধ্য বাইক থামিয়ে গ লা থেকে সোনার হার ছিনতাই করে পালিয়ে গেল ছিনতাইকারীরা সে কাজ কোন সিনেমার থেকে কম নয়। তাই আপাতত বাদ , সোনার সমস্ত জিনিস। কারণ অপরাধীরা শুধুমাত্র সোনার জিনিসকেই টার্গেট করছে। আর তাই অপরাধ কমাতে হলে সোনার জিনিস আর কোনভাবেই পড়া চলবে না এটা বুঝে গেছেন শহর শিলিগুড়ির মানুষ। তাই আপাতত বাদ পড়লো সোনা গহনা।
