বেঙ্গল প্যারা গেমসে অ্যাথলেটিক্সে ৩টি বিভাগে সোনা পেলেন বাংলার মেয়ে সুস্মিতা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কলকাতায় আয়োজিত বেঙ্গল প্যারা গেমস ২০২৫-এ অ্যাথলেটিক্সের তিনটি বিভাগে স্বর্ণপদক জয় করলেন শান্তিনিকেতনের ফুলডাঙার বধূ সুস্মিতা পাল। ছোটবেলা থেকেই তাঁর একটি পা পোলিওতে আক্রান্ত। সেই প্রতিবন্ধকতা কাটিয়ে সুস্মিতার সাফল্যে শান্তিনিকেতনে খুশির হাওয়া ছড়িয়েছে। ২৮জুন থেকে ১জুলাই পর্যন্ত কলকাতার সাই(স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া) কমপ্লেক্সে এই প্রতিযোগিতা হয়। সেখানে শট পুট, ডিসকাস থ্রো, জ্যাভেলিন থ্রো-এই তিনটি বিভাগে স্বর্ণপদক জয় করেন সুস্মিতা। তিনি এই সাফল্যের মূল কৃতিত্ব দিয়েছেন তাঁর কোচ বদরুদ্দোজা শেখকে।

সুস্মিতা সম্পর্কে বদরুদ্দোজা শেখ বলেন, এই সাফল্যের পর তিনি জাতীয় স্তরে বাংলাকে প্রতিনিধিত্ব করবেন। যা বীরভূমের কাছে বিরাট গৌরবের বিষয়। মালদহের বুড়িদহ গ্রামে সুস্মিতার শৈশব কেটেছে। ছোটবেলা থেকেই তাঁর ডান পা পোলিওতে আক্রান্ত। কিন্তু সুস্মিতা শারীরিক প্রতিবন্ধকতা কাটিয়ে কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেকে ক্রীড়াক্ষেত্রে প্রতিষ্ঠিত করেন। ২০১০সালে শান্তিনিকেতনের ফুলডাঙার বাসিন্দা মিঠু পালের সঙ্গে তাঁর বিয়ে হয়। মিঠু শান্তিনিকেতনের নানা প্রান্তে ঠেলাগাড়িতে হস্তশিল্প সামগ্রী বিক্রি করেন। সুস্মিতার সাফল্যের পিছনে কোচ বদরুদ্দোজা শেখের বড় ভূমিকা আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *