অবশেষে চলে এলো ইলিশের মরসুম ,কিন্তু এখনও বাজারে কোনো রকম দেখা নেই ইলিশের
শিলিগুড়ি : ইংলিশে মরসুম চলে এসেছে, সাধারণত জুনের শেষ এবং জুলাই শুরুতে শিলিগুড়ির বাজারে চলে আসে ইলিশ মাছ। কিন্তু এবারে কোনো রকম দেখা নেই ইলিশ মাছের। একেবারে আসেনি যে তা নয় কিন্তু পরিমাণ খুব কম। বাজারে ইলিশ না আসায় এদিকে একেবারেই হতাশ মৎস্য প্রেমীরা। বাজারে থলে নিয়ে এসে ইলিশ মাছ খুঁজছেন সবাই। কিন্তু এখনো কোনো দেখা মেলেনি ইলিশের। শিলিগুড়ির বাজার মূলত তিনটি বাজার নিয়ে তৈরি, এক বিধান মার্কেট দুই সুপার পল্লী এবং ৩ হায়দার পাড়া , কিন্তু এখনো সেভাবে ইলিশ মাছ এসে পৌঁছায়নি এই তিনটি বাজারে। যত্রতত্র ইলিশ আগে যেমন পাওয়া যেত এখন আর সেভাবে পাওয়া যায় না। তবে আসবে ইলিশ, এখনো এসে না পৌঁছানো মৎস্য প্রেমীরা বিশেষ করে ইলিশ প্রেমীরা হতাশ হয়েছেন ঠিকই , তবে অনেকেই ভাবছেন বাংলাদেশের তো এবার আসবে না, ডায়মন্ড হারবারের ইলিশ নিশ্চয়ই এসে পৌঁছাবে ।

এদিকে বাজারে ছোট মাছের আধিক্য প্রচুর, যেখানে বড় মাছ বলতে রুই এবং কাতলা। ইলিশ আসলে হয়তো বাজারে চেহারা অনেকটাই পরিবর্তন হবে। অনেকেই জানান এই সময়টা ইলিশ মাছ না ঘরে তুললে বাজার করেছি মনেই হয় না। তাই অপেক্ষায় আছি মাছের রাজা ইলিশের জন্য। তবে কবে দেখা মিলবে? আপাতত এটা সময় বলতে পারবে।