৫০ বছরের বেশি সময় বাংলায় কাটানোর পর NRC নোটিস চাপিয়ে দেওয়া হচ্ছে’, চরম বিচলিত হল রাজ্যের মুখ্যমন্ত্রী

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বাংলার বাসিন্দার কাছে এসেছে এনআরসি নোটিস। কোচবিহারের বাসিন্দা রাজবংশী সম্প্রদায়ের উত্তম কুমার ব্রজবাসীর কাছে অসম সরকারের কাছ থেকে এনআরসি নোটিস এসেছে। সম্প্রতি বিষয়টি সামনে আসার পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এবার সেই ঘটনার কথা উল্লেখ করে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় তিনি হতবাক ও বিচলিত। কোচবিহারের দিনহাটার বাসিন্দা ওই ব্যক্তির দাবি, ৫০ বছরেরও বেশি সময় ধরে তিনি বাংলায় বসবাস করেন, তারপরও তাঁকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাঁর বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও কেন তাঁর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, তা বুঝতে পারছেন না উত্তম কুমার। মঙ্গলবার সেই প্রসঙ্গেই এক্স মাধ্যমে পোস্ট করলেন মমতা। বিজেপিকে আক্রমণ করতেও ছাড়েননি তিনি।

মুখ্যমন্ত্রী লিখেছেন, “এটি আমাদের গণতন্ত্রের উপর একটি পরিকল্পিত আক্রমণ ছাড়া আর কিছুই নয়। এটিই প্রমাণ করে যে অসমে ক্ষমতাসীন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেখানে তাদের কোনও ক্ষমতা বা অধিকার নেই। প্রান্তিক জনগোষ্ঠীকে ভয় দেখানো, ভোটাধিকার কেড়ে নেওয়া এবং নিশানা করার একটি পূর্বপরিকল্পিত নোংরা চক্রান্ত চলছে।” এই পরিস্থিতি উদ্বেগজনক বলে দাবি করে সব বিরোধী দলকে একজোট হওয়ার ডাক দিয়েছেন মমতা। তবে বিজেপির দাবি, ভুলটা পশ্চিমবঙ্গ সরকারেরই। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্য়ায় বলেন, “আদতে বিষয়টি তলিয়ে দেখতে হবে। অসম সীমান্ত দিয়ে প্রবেশ করা শরণার্থীরা বিভিন্ন জায়গায় রয়েছেন। বাংলা এর আগে সহযোগিতা করেনি, শরণার্থীদের সম্পর্কে কোনও তথ্য অসম সরকারকে দেয়নি। তখন তথ্য দিলে এখন কোনও সমস্যা হত না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *