পরিচয় হয়ে ছিল সোশ্যাল মিডিয়ায়, ২ বোনকে গাড়িতে তুলে চরম শারীরিক নির্যাতন ৪ জনের
বেস্ট কলকাতা নিউজ : সোশাল মিডিয়ায় পরিচয়। সেই পরিচয় সূত্রে এক যুবক ও তাঁর বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন এক যুবতী। অভিযোগ, গাড়ির মধ্যেই ওই যুবতীকে গণধর্ষণ করেন ৪ জন। যুবতীর বোনও তাঁর সঙ্গে ছিলেন। তাঁকেও শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ ওঠে । নক্কারজনক ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগে। ঘটনায় অবশেষে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। একজন পলাতক। ধৃতদের বাড়ি গোঘাটে। অবশেষে তাঁদের আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়।

নির্যাতিতা দুই যুবতী ও তাঁর মায়ের বক্তব্য, বিকালে আরামবাগের বাসিন্দা ওই দুই যুবতী নিজেদের বাড়ি থেকে কেনাকাটা করতে বেরিয়েছিলেন। আরামবাগের গৌরহাটি মোড়ের কাছে তাঁদের সঙ্গে অভিযুক্ত এক যুবকের দেখা হয়। এই যুবকের সঙ্গে নির্যাতিতাদের সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব হয়েছিল। নির্যাতিতাদের মায়ের দাবি, অভিযুক্ত ওই যুবক তাঁর মেয়েদের ঘুরতে যাওয়ার প্রস্তাব দেন। ওই যুবকের সঙ্গে আরও তিনজন ছিল। প্রথমে রাজি হননি দুই যুবতী। পরে তাঁদের রাজি করান ওই যুবক। একটি চারচাকা গাড়ি করে চার যুবক নির্যাতিতা দুই বোনকে নিয়ে ঘুরতে বেরোন। এদিকে কয়েক ঘণ্টা কেটে গেলেও মেয়েদের খবর না পাওয়ায় আরামবাগ থানার দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার। ঘটনার কথা শুনে তড়িঘড়ি আরামবাগ পুলিশ নির্যাতিতাদের খোঁজে তল্লাশি শুরু করে। অবশেষে নির্যাতিতাদের মোবাইল লোকেশন দেখে পুলিশ বর্ধমানের একলখি এলাকা থেকে তাঁদের উদ্ধার করে।