ক্রমাগত লাগাতার বৃষ্টিতে কলকাতায় ভাঙল একাধিক বাড়ি, গুরুতর আহত হল ৩ শ্রমিক

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বর্ষার মরশুমে গত ২ দিন ধরে চলে মুষলধারে বৃষ্টি । তার জেরেই অবশেষে মহানগরে ভেঙে পড়ল পুরনো জরাজীর্ণ একাধিক বাড়ির বিভিন্ন অংশ। জানা গেছে মুচিপাড়া থানা এলাকায় বাড়ি ভেঙে পড়ে আহত হলেন তিন শ্রমিক । কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাদের চিকিৎসা চলে । এদিকে জানবাজার এলাকায় ২৪ এ রানি রাসমণি রোড ঠিকানার একটি শতাব্দী প্রাচীন জীর্ণ বাড়ির একাংশ ভেঙে পড়ে । যদিও সেই বাড়ির ভেঙে পড়া অংশে কেউ বসবাস করতেন না । ফলে আহত হওয়ার ঘটনা এদিন ঘটেনি । বাড়িটির অবস্থা খারাপ থাকায় পূর্বেই ওই বাড়ির গায় বিপজ্জনক বাড়ি তকমা দেওয়া ছিল ।

এদিকে খবর পেয়ে কর্পোরেশনের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন । এদিকে শিয়ালদা এলাকার ৭ নম্বর রাজকুমার বোস লেন ঠিকানায় একটি পুরনো বাড়ি ভেঙে নতুন নির্মাণ হওয়ার কথা । তাই সেই বাড়ি ভাঙার কাজ চলছিল । তবে লাগাতার বৃষ্টির জেরে ভাঙা বাড়ির নিচতলার একাংশ দেওয়াল ভেঙে এদিন চরম বিপত্তি ঘটে । বাড়িটার সিংহভাগ ভেঙে যায় । সেই সময় সেখানে একাধিক শ্রমিক ভাঙার কাজ যুক্ত ছিলেন । তাঁরা গুরুতরভাবে আঘাত পান । আহত তিনজন হলেন, বিমল কুমার রায়, সুমিত সিং ও শাহিন শেখ । তাদের উদ্ধার করে এদিন তাদের কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে নারকেলডাঙা এলাকায় দুটি পুরনো বাড়ির মাঝের অংশ ভেঙে পড়েছিল । পরিত্যক্ত বাড়ি । ফলে ভিতরে সিঁড়ি আগেই ভেঙে গিয়েছিল । এদিন সেখানে হাইড্রোলিক ক্রেন নিয়ে গিয়ে কলকাতা কর্পোরেশনের তরফে ভাঙার কাজ শুরু হয় । ব্যাপক বৃষ্টিতে কলকাতার বেশ কিছু রাস্তা সকালে জলমগ্ন হয়ে গেলেও সময়ের সঙ্গে জল নেমে যায় বেশিরভাগ জায়গায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *