মেয়েদের জন্য নিরাপদ নয় শহর কলকাতা! NCW-র রিপোর্ট ঘিরে শুরু হল তুমুল এক বিতর্ক
বেস্ট কলকাতা নিউজ : ২০২৪ সালের অগস্ট থেকে 2025 সালের জুন, কলকাতা শহরে দুটি বড় গণধর্ষণের ঘটনা ঘটে। একটিতে খুন করা হয় নির্যাতিতাকে। মহানগরে নারীর নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছিল এই দুটি ঘটনা। সেটাই কার্যত উঠে এল একটি সমীক্ষায়। সেই সমীক্ষায় কলকাতাকে অনিরাপদ শহরগুলির তালিকায় রাখা হয়েছে।ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ন্যাশনাল অ্যানুয়াল রিপোর্ট অ্যান্ড ইনডেক্স অন উইমেন’স সেফটি ২০২৫ নামের ওই সমীক্ষা। সেই রিপোর্টে কোন শহর কতটা নিরাপদ, তা দেখানো হয়েছে। তালিকায় কোহিমা, বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, আইজল, গ্যাংটক, ইটানগর ও মুম্বইকে দেশের সবচেয়ে নিরাপদ শহরের তালিকায় রাখা হয়েছে৷ অন্যদিকে দেশের অনিরাপদ শহরের তালিকায় রয়েছে, পটনা, জয়পুর, ফারিদাবাদ, দিল্লি, কলকাতা, শ্রীনগর ও রাঁচি।

জানা গিয়েছে, এই সমীক্ষাটি পরিচালনা করেছে জাতীয় মহিলা কমিশন (NCW)। কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহতকর জানান, মোট ১২৭৭০ জন নারীকে নিয়ে ৩১ টি শহরে সমীক্ষা চালানো হয়। জাতীয় নিরাপত্তা সূচক ধরা হয়েছে 65 শতাংশ – এর বেশি স্কোর করা শহরগুলোকে ‘ভাল’ এবং এর নিচে থাকা শহরগুলোকে ‘দুর্বল’ হিসেবে রেটিং দেওয়া হয়েছে। সমীক্ষায় আরো দেখা গিয়েছে, কলকাতায় ছ’জনের মধ্যে চারজন নারী রাতে বাইরে নিজেদের অনিরাপদ বা কম নিরাপদ মনে করেন। গত এক বছরে ৭ শতাংশ নারী প্রকাশ্যে হয়রানির শিকার হয়েছেন, আর তরুণীদের (২৪ বছরের কম বয়সী) ক্ষেত্রে এই হার প্রায় ১৪ শতাংশ। হয়রানির সবচেয়ে বেশি ঘটনা ঘটছে পাড়া-মহল্লায় (৩৮ শতাংশ) এবং পাবলিক ট্রান্সপোর্টে (২৯ শতাংশ)। তবে চিন্তার বিষয়, এমন ঘটনার মাত্র এক-তৃতীয়াংশ পুলিশে রিপোর্ট হয়, বাকিটা চাপা পড়ে যায়।