গলা কেটে লোহার তার বের করে ঝাড়খণ্ডের মহিলাকে বাঁচাল কলকাতার পিজি হাসপাতাল
বেস্ট কলকাতা নিউজ : গলা কেটে বের করা হল লোহার শক্ত তার। প্রাণ বাঁচল রীতাদেবী নামে ৪৪ বছর বয়সি ঝাড়খণ্ডনিবাসী এক মহিলার। তাঁর বাড়ি জামসেদপুরে। ঘটনাটি ঘটেছে পিজি হাসপাতালে। তারটি খাদ্যনালী হয়ে চলে গিয়েছিল মহিলার গলার থাইরয়েড গ্ল্যান্ডের ভিতরে। এখানকার ইএনটি এবং হেড অ্যান্ড নেক সার্জারি বিভাগের চিকিৎসকরা সি আর্ম মেশিনের সাহায্যে গলা কেটে লোহার তারটি বের করে আনেন। মায়ের বড় বিপদ কাটায় আনন্দে আত্মহারা রীতাদেবীর মেয়ে কিরণকুমারী। তিনি বলেন, এতদিন ভাবতাম সেরা চিকিৎসা পেতে হলে প্রাইভেট হাসপাতালে যেতে হবে। আমার ধারণা ভুল প্রমাণ করে দিল পিজি। দারুণ হাসপাতাল, চিকিৎসকরাও ভীষণ দক্ষ ও আন্তরিক।

এদিকে রীতাদেবীর পরিবার সূত্রের খবর, ঘটনাটি ঘটে গত ২০ আগস্ট। রাতে বাড়িতে চাউমিন বানিয়েছিলেন রীতাদেবী। তার ভিতরে ছিল একটি লোহার তার। খেয়াল করেননি তিনি। চাউমিন বানানোর পর খাবার মুখে দিতেই রক্তবমি করতে শুরু করেন। তড়িঘড়ি তাঁকে জামসেদপুরে পরপর দুটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এন্ডোস্কপি সত্ত্বেও বের করা যায়নি তার। এরপর দ্বিতীয় হাসপাতালও ফিরেয়ে দেয়। এরপরই তাঁরা পিজির উদ্দেশ্যে রওনা দেন। ২৩ আগস্ট পিজিতে ভর্তি হন রীতাদেবী। দেখা যায়, খাদ্যনালী থেকে তারটি চলে গিয়েছে গলায় থাইরয়েড গ্ল্যান্ডে। এদিন অস্ত্রোপচার করে তারটি বের করে আনেন ডাঃ প্রণয় আগরওয়াল, ডাঃ পৌলোমী সাহারা।