প্রাক্তন CRPF জওয়ানকে খুনের অভিযোগে গ্রেফতার হল এক BSF জওয়ান

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : চাকরি থেকে বরখাস্ত হওয়া সিআরপিএফ প্রাক্তন কর্মীকে খুনের অভিযোগে গ্রেফতার বিএসএফ কর্মী ও তাঁর বন্ধু। জানা গেছে অভিযুক্ত বিএসএফ কর্মীর নাম অভিজিৎ হালদার, বাড়ি অশোকনগর কল্যাণগড় এলাকায়। তাঁর সহযোগী শম্ভু পালের বাড়ি অশোকনগর কচুয়া এলাকায়। কেন খুন, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। প্রসঙ্গত গত ৪ ই অগস্ট অশোকনগর বুজরুক দিঘা দোগাছিয়া এলাকায় রাস্তার পাশে গলাকাটা অবস্থায় এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার হয়। তদন্তে নেমে পুলিশ শুধুমাত্র একটি বাসের টিকিট উদ্ধার করেছিল। সেই টিকিটের সূত্র ধরেই চলে তল্লাশি। অবশেষে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর এক তথ্য।

পরবর্তীতে অবশেষে মৃত যুবকের নাম পরিচয় জানা যায়। জানা যায় তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এলাকায়। পরিবার নন্দীগ্রাম থানার সঙ্গে যোগাযোগ করে। পরিবারের খোঁজ মেলে। পরিবারের সদস্যরাও গিয়ে দেহ শনাক্ত করেন। জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই যুবক সিআরপিএফ জওয়ান ছিলেন। কিন্তু কর্মক্ষেত্রেই হঠাৎ তিনি মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেন। চিকিৎসা করা হচ্ছিল, কিন্তু তাঁর মানসিক স্বাস্থ্যের উন্নতি না হওয়ায় পরে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল।

তবে কী কারণে ওই যুবককে খুন করা হল, তার তদন্ত করছে অশোকনগর থানার পুলিশ । অবশেষে শনিবার অভিযুক্ত বিএসএফ কর্মীকে উত্তর প্রদেশ থেকে গ্রেফতার করে অশোকনগর থানার পুলিশ। পরে তাঁকে নিয়ে আসা হয় অশোকনগরে। রবিবার পুলিশ হেফাজত চেয়ে বারাসাত আদালতে পেশ করে অশোকনগর থানা। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চায় পুলিশ। কেন মানসিক ভারসাম্যহীন ওই যুবককেই খুন করা হল, তা জানতে চান তদন্তকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *