অবশেষে হুঁশ ফিরল যাদবপুরে ছাত্রীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ! বিশেষ জোর দেওয়া হল বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : যাদবপুরে ছাত্রী মৃত্যুর জের ৷ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতেই নড়েচড়ে বসল কর্তৃপক্ষ ৷ ক্যাম্পাসের ভিতরের জলাশয়গুলিতে বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিল তারা ৷ সেই সঙ্গে, আগামী দিনে অনুষ্ঠানের নিয়ম বিধি তৈরির সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ ৷ পাশাপাশি, ছাত্রীর খুনের ঘটনার তদন্তভার দেওয়া হল কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগকে । এমনটাই জানালেন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার ৷ যাদবপুরের তৃতীয় বর্ষের ইংরেজি অনার্সের ছাত্রী অনামিক মণ্ডলের রহস্যমৃত্যুর ৪ দিন কেটে গিয়েছে ৷ কিন্তু এখনও সুরাহা হয়নি ৷ এই আবহে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন ৷ সময় পার হয়ে যাওয়ার পরও অনুষ্ঠান কেন চলছিল ? ক্যাম্পাসের ভিতরের জলাশয়গুলিতে পর্যাপ্ত সুরক্ষা নেই কেন ? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি প্রশাসনিক বৈঠক হয় ৷ এই বৈঠকে বিশ্ববিদ্যালয় চত্বরে নিরাপত্তা বাড়ানোয় আরও জোর দেওয়া হয়েছে বলে জানা গেছে ৷

বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অমিতাভ দত্ত বলেন, “আমরা একটা কমিটি তৈরি করছি । এই কমিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানের নিয়ম নীতিগুলি নিয়ে একটি রেগুলেশন তৈরি করবে । আর সেটা যাতে ঠিকভাবে পালন করা হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই দিকে নজর রাখবে ।” বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ানোর জন্য এদিনের বৈঠকে একটি চিঠি দেয় কর্তৃপক্ষ ৷

পাশাপাশি, সিসিটিভি ক্যামেরা সংক্রান্ত বিষয়ও চিঠিতে উল্লেখ করা হয় ৷ এই প্রসঙ্গে অমিতাভ দত্ত বলেন, “কবে উপাচার্য নিয়োগ করা হবে, সেই নিয়ে আমরা অপেক্ষা করে আছি ৷ কারণ, একমাত্র উপাচার্য নিয়োগ হলেই আমরা এক্সিকিউটিভ মিটিং করতে পারব । বিশ্ববিদ্যালয়ের যে পদগুলি খালি রয়েছে, উপাচার্য নিয়োগ হলে সেখানে দ্রুত পদক্ষেপ নেওয়া যাবে ।” সম্প্রতি ক্যাম্পাসে মাদকদ্রব্য নিয়ে প্রবেশ রুখতে নির্দেশিকার মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় ৷ তবে এই প্রথম নয়, দু’বছর আগেও এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ৷ কিন্তু, তারপরও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *