রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে অশান্ত লাদাখে জারি কারফিউ, সংঘর্ষের নেপথ্যে প্রশ্ন উঠলো বিদেশি হাত নিয়েও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আলাদা রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে লাদাখে সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল পাঁচ ৷ এদিকে গতকাল বুধবার চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল ৷ পরে আরও একজনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ৩০ জন আহত হয়েছেন বলে জানা যায় ৷ পরে সেই সংখ্যাও বেড়ে হয় ৮০ ৷ ক্ষতিগ্রস্ত লেহ-তে পুলিশ ও আধাসামরিক বাহিনী কারফিউ জারির পর ৫০ জনকে আটক করা হয়েছে ৷ প্রশাসনের দাবি, ধীরে ধীরে লেহ শান্ত হচ্ছে ।এক পুলিশ আধিকারিকের বক্তব্য তুলে ধরে পিটিআই জানিয়েছে, আহতদের মধ্যে তিনজন নেপালের নাগরিক ৷ এদিকে হিংসার নেপথ্যে বিদেশিদের হাত আছে কিনা তা জানতেও তদন্ত করছে পুলিশ ।

প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন, উত্তেজনা বন্ধ করতে বিধিনিষেধ আপাতত জারি থাকবে ৷ যদিও লাদাখের রাজনৈতিক নেতাদের একটা বড় অংশের দাবি, এই অসন্তোষ মোকাবিলায় নয়াদিল্লির সঙ্গে আলোচনা প্রয়োজন। রাজ্যের মর্যাদা দ্রুত ফিরিয়ে না দেওয়া পর্যন্ত পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসবে না বলে মনে করেন তাঁরা ৷ এদিকে প্রশাসনের এক কর্তার কথায়, ” লাদাখ শান্ত হয়েছে । বুধবার সন্ধ্যা থেকে কোনও হিংসার ঘটনা ঘটেনি ৷ লেহ-তে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারার অধীনে নিষেধাজ্ঞা বহাল রয়েছে এবং পাঁচ বা তার বেশি ব্যক্তিদের জমায়েতের উপর নিষিধেজ্ঞাও জারি করা হয়েছে ৷” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সোশাল মিডিয়ায় পুরনো বা উস্কানিমূলক ভিডিয়ো প্রচার না করার জন্য স্থানীয় বাসিন্দাদের আবেদন করেছে ৷ এমতাবস্থায় ভুল তথ্য উত্তেজনা আরও বাড়াতে পারে বলে সতর্কও করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *