গলায় পেঁচানো রয়েছে বেল্ট, যুবকের রক্তাক্ত-ক্ষতবিক্ষত মৃতদেহ দেহ উদ্ধার হল রেললাইনের ধার থেকে
বেস্ট কলকাতা নিউজ : দুই রেল লাইনের মাঝে গলায় বেল্ট জড়ানো যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গোবরডাঙা-মসলন্দপুর স্টেশনের মাঝে গোবরডাঙা রেল ব্রিজ এলাকায়। অবশেষে রেল পুলিশ গিয়ে এদিন মৃতদেহ উদ্ধার করে। তবে প্রাথমিকভাবে এটি খুনের ঘটনা বলেই পুলিশের অনুমান। এদিকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন সকালে লাইন ধরে ট্রেন ধরতে যাচ্ছিলেন কয়েকজন। তখন তাঁরা রেল লাইনের ধারের বস্তির বাসিন্দাদের এক জায়গায় জড়ো হয়ে থাকতে দেখেন। তাঁদের কাছ থেকেই জানতে পারে, দেহ উদ্ধার হয়েছে। দেখা যায়, দেহটি দুই লাইনের মাঝে ড্রেনের মধ্যে পড়ে রয়েছে। গলায় বেল্ট বাঁধা ছিল। রক্তাক্ত, ক্ষতবিক্ষত ছিল।

তবে আরো অনুমান অন্য কোথাও খুন করে দেহ লাইনের ধারে ফেলে রেখে যাওয়া হয়। এক্ষেত্রে নিহত যুবক এলাকার কেউ নন বলেই জানান স্থানীয়রা। মুখ ক্ষতবিক্ষত হওয়ায় এদিন শনাক্ত করা সম্ভব হয়নি নিহত যুবকেও । পুলিশের অনুমান ভারী কিছু বস্তু দিয়ে মুখ থেঁতলে দেওয়া হয়েছে, প্রমাণ লোপাটের জন্যই এটা করা হয়েছে বলেই জানান তদন্তকারীরা। অবশেষে এদিন দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।