একটু রাত হলেই ক্রমশ বাড়ছে অপরাধ, শহর শিলিগুড়িতে আবাসন নিয়ে সংশয় এবং ভয় বাসিন্দাদের মনে
শিলিগুড়ি : একটু রাত হলেই ক্রমশ বাড়ছে অপরাধ, শিলিগুড়িতে আবাসন নিয়ে এক চরম সংশয় এবং ভয় বাসিন্দাদের মনে। যত কান্ড ঘটে চলেছে আবাসন গুলিতে , এমনকি শিলিগুড়ির ৪৭ টা ওয়ার্ডে ফ্ল্যাট বাড়ি নিয়ে নানা ধরনের অভিযোগও উঠে আসছে বিস্তর পরিমানে , এদিকে স্থানীয় মানুষজন জানান যত অপরাধ সব সংগঠিত হয় এই ফ্ল্যাট বাড়ি গুলিতে। আর তাই নিয়ে মানুষের মধ্যে অভিযোগও কম নয়।

তাদের কথায়, প্রশাসন সক্রিয় যদি থাকতো তবে অন্তত এই ফ্ল্যাট বাড়ি এত অপরাধ সংগঠিত হতো না। কিনা হয় রাতের বেলায় , ক্রমশ একের পর এক ঘটনা ঘটে চলেছে আধুনিক শহর শিলিগুড়িতে। ফ্ল্যাট বাড়িকে নিয়ে নানান সমস্যার কথা আগেও শোনা গিয়েছিল বর্তমানেও শোনা গেছে। তাই প্রশাসনের কাছে বারবার অভিযোগ জমা পড়েছে। এমনকি শিলিগুড়িতে ” টক টু মেয়র ” এই অনুষ্ঠানে ফ্লাট বাড়ি নিয়েও নানা ধরনের অভিযোগ জমা পড়েছে। যতক্ষণ না পর্যন্ত এই ধরনের সমস্যাগুলির কোনো সমাধান করা যাচ্ছে, তা থেকেই যাবে। অপরাধ এবং অপরাধী, শিলিগুড়ির দুশ্চিন্তা বাড়িয়ে তুলেছে এই বিষয়ে কোন সন্দেহ নেই। আধুনিক জীবনযাপন, যে কতখানি ক্ষতিকারক হয়ে যাচ্ছে এখনই যদি আমরা বুঝতে না পারি তবে ভবিষ্যতের শিলিগুড়ি কিন্তু ভয়ানক হয়ে উঠবে সাধারণ মানুষের কাছে।