ভয়াবহ পরিস্থিতি উত্তরবঙ্গে, বন্যার কবলে পড়ে একেবারেই নিস্তেজ হয়ে গেছে পশু পাখিরাও
নিজস্ব সংবাদদাতা : ভয়াবহ পরিস্থিতি উত্তরবঙ্গের বন্যার, শুধু মানুষই নয় নিস্তেজ হয়ে গেছে পশুপাখিরাও। বাদ নেই হরিণ থেকে গন্ডার এবং সব ধরনের পাখিরা। গত তিন দিনে উত্তরবঙ্গ জুড়ে যে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে মানুষের সাথে সাথে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে পশু পাখিরাও। গত তিন দিনে কপালে জোটেনি তাদের। না খেয়ে একেবারে শুয়ে পড়েছে পশুপাখি গুলো। যদিও কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা এবং স্থানীয় দুটি স্কুল পশু পাখিদের মধ্যে গতকাল থেকেই খাবার বিতরণ করতে শুরু করেছে। তবুও খবর পাওয়া গেছে পশুরা অসুস্থ হয়ে পড়ছে, খাবার না পেয়ে।

অনেক পশুরই জলের মধ্যে থেকে থেকে জলবাহিত তো রোগ হচ্ছে। পশুদের মধ্যে গতকাল বিকেল থেকে খাবার বিতরণ করা শুরু হয়েছে। জল পশুদের আস্তানায় ঢুকে যাওয়ায় তারা ভয়ে ওই জায়গা ছেড়ে অন্য জায়গায় গিয়ে গুটিসুটি মেরে থাকছেন। পশুদের পাশাপাশি খারাপ অবস্থা পাখিদেরও, খাবার না পেয়ে একেবারে নিস্তেজ হয়ে যাচ্ছে তারা। এদিকে গোটা উত্তরবঙ্গ জুড়ে প্রচুর পাখি আসে এই সময়। এই বন্যা পরিস্থিতিতে তাদেরও ঠিকমত খোঁজ খবর নেওয়া যাচ্ছে না। যদিও গতকাল বিকেলের পর থেকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে , তবুও পশুদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। খাবার না পাওয়ায়, ভয়ে তারা এক কোণায় পড়ে থাকছে।