সামনেই শ্যামা মায়ের পুজো আসছে, বাজারে বিক্রি শুরু হয়ে গেছে প্রদীপ এবং মোমবাতির
শিলিগুড়ি : শ্যামা মায়ের পুজো আসছে, তাই বাজারে বিক্রি শুরু হয়ে গেছে প্রদীপ এবং মোমবাতির। কালীপূজো আসতে আর মাত্র কিছুদিন দিন, তাই বাজারে ক্রমশ দেখা যাচ্ছে প্রদীপ বিক্রেতাদের। কালীপুজো আলোর উৎসব বলেই পরিচিত। মূলত অশুভ শক্তির বিনাশ হয় ় এই সময় মা কালী সব রকম অশুভ শক্তির বিনাশ করেন । তাই এই সময় বিক্রি হয় যাবতীয় আলোর বাজির রকমারি। এদিকে শিলিগুড়ির বিধান মার্কেটে শুরু হয়ে গেছে প্রদীপ বিক্রি। আগে যেমন শুধু পাওয়া যেত চৌদ্দ প্রদীপ এখন সেটা ছড়িয়ে গেছে। নানা ধরনের নানা রঙের প্রদীপ এখন বাজারে পাওয়া যায়। বিক্রেতারা জানিয়েছেন মানুষ প্রদীপ কেনেন এবং প্রদীপ কিনতে পছন্দ করেন। গতবার আমাদের ভালই বিক্রি হয়েছিল। আশা করি এবারও আমরা হতাশ হবো না। শিলিগুড়ি বিধান মার্কেটে গিয়ে দেখা গেল বেশি না হলেও প্রদীপ বিক্রেতাদের দেখা যাচ্ছে বাজারে। টুক টাক টুকটাক করে মানুষ কিনতে শুরু করে দিয়েছেন প্রদীপ। দুর্গাপূজার সময় বৃষ্টি ছিল, কালী পূজার সময় যাতে বৃষ্টি না হয় আপাতত এই প্রার্থনাই করছেন ভক্তরা।
