বিশ্ব কাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক অসাধারণ ব্যাটিং রিচার, ৭৭ বলে করলেন ৯৪ রান
বেস্ট কলকাতা নিউজ : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জ্বলে উঠলেন শিলিগুড়ির গর্ব রিচা ঘোষ। এদিন এক অসাধারন ব্যাটিং করলেন রিচা। ভারত এদিন দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে ২৫২ রানের টার্গেট দিল। রিচা এদিন যেন তার সেরা ব্যাটিং তুলে ধরলেন, উইকেট এর চারিদিকে শট মারলেন রিচা, চোখ ধাঁধানো বাউন্ডারি এবং ওভার বাউন্ডারিতে রিচা অবশেষে জোর তাক লাগিয়ে দেন। রিচার ব্যাটিং এর উপর নির্ভর করেই ভারত এদিন দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে ২৫২ রানের লক্ষ রাখে। জানা গেছে ওয়ান ডে ক্রিকেটে এটাই রিচার সর্বোচ্চ রান।
