অটো আর তেল ট্যাঙ্কারের ভয়াবহ সংঘর্ষ হলদিয়ায়! মৃত ২, আহত হল আরও ৫ জন

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অটো ও তেলের ট্যাঙ্কের মধ্যে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা হলদিয়াতে। মৃত্য়ু ২ জনের, আহত আরও ৫। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য রানিচকে। স্থানীয় সূত্রে খবর, রানিচক ফ্লাইওভার থেকে একটি গ্যাস ট্যাঙ্কার নামছিল। ওই সময়েই দুর্গাচক থেকে হলদিয়া টাউনশিপের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী অটো। সেই অটোকেই সরাসরি ধাক্কা মারে তেলের ট্যাঙ্কারটি। অটোতে থাকা ৭ জন যাত্রীই গুরুতরভাবে জখম হন। এলাকার বাসিন্দারাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। পরবর্তীতে ঘটনাস্থলে আসে পুলিশ।

এদিকে ৭ জনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ২ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অন্যদিকে একজনের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় পাঠানো হয়েছে। একইসঙ্গে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের তাম্রলিপ্ত মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। এক যাত্রীকে যদিও প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে ইতিমধ্যেই ঘাতক তেলের ট্যাঙ্কার ও তার চালককে গ্রেফতার আটক করেছে হলদিয়া থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে অটোটটিকেও। একদিন আগেই ভয়ঙ্কর পথ দুর্ঘটনার ছবি দেখা গিয়েছিল মুর্শিদাবাদের হরিহরপাড়াতেও। একটি যাত্রীবাহী বাস ও ২০৭ গাড়ির মুখোমুখি সংঘর্ষে হাত কেটে পড়ে যায় এক যাত্রীর। ঘটনাটি ঘটে হরিহরপাড়ার ট্যাংরামারী মাঠ সংলগ্ন এলাকায়। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *